ছাত্রলীগ আমাদের আবেগ ও ভালোবাসার নাম : শিক্ষামন্ত্রী

dipu moni
ফাইল ছবি

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, আজকে আমরা এমন একটি সময় ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন করছি, যখন সারা বিশ্ব করোনা অতিমারিতে পর্যুদস্ত, কোথায় তৃতীয় ও চতুর্থ ঢেউ চলছে।

লক্ষ লক্ষ মানুষ আক্রান্ত হচ্ছে। গত একদিনে প্রায় ৩০ লাখ মানুষ সারা বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছে এবং নতুন যে ভ্যারিয়েন্ট ওমিক্রন সেটিও ইতিমধ্যে আমাদের দেশে শনাক্ত হয়েছে।

কাজেই আমাদের এখন অত্যন্ত সতর্ক হওয়ার সময়। মঙ্গলবার চাঁদপুর হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে ছাত্রলীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জেলা ছাত্রলীগের বর্ণাঢ্য আয়োজনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, আজকে যে সমাবেশ, এটি করোনা পরিস্থিতির মধ্যে না হলেও ভালো হতো। কিন্তু আমি এটাও বুঝি ছাত্রলীগ আমাদের আবেগ ও ভালোবাসার নাম।

সেজন্য ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে আমরা সকলে একত্রিত হতে চেয়েছি। কিন্তু মনে রাখতে হবে, করোনা অতিমারির এসময় নিজেদের, প্রিয়জনদের,

সঙ্গী-সাথীদের এবং রাজনৈতিক কর্মী হিসেবে আমাদের এলাকার মানুষসহ দেশকে করোনামুক্ত রাখা ছাত্রলীগের প্রতিটি কর্মীর দায়িত্ব এবং কর্তব্য।