দাবি আদায়ে যশোরে হরিজনদের স্মারকলিপি প্রদান

যশোরে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দিয়েছে যশোর পৌরসভা শ্রমিক ইউনিয়ন।

বর্জ্য ব্যবস্থাপনা কাজে এনজিওদের বাতিল ও বিধান অনুযায়ী শ্রমিকদের বেতন দেয়াসহ কয়েকটি দাবি নিয়ে মঙ্গলবার এই স্মারক লিপি দেন তারা। সাতদিনে তাদের দাবি না মানলে আন্দোলনের হুশিয়ারি দিয়েছেন নেতৃবৃৃন্দ।

স্মারকলিপিতে উল্লেখ করেছেন, বাসবাড়ির বর্জ্য ব্যবস্থাপনা কাজে এনজিওদের অনুপ্রবেশ বন্ধ, পরিচ্ছন্ন কর্মীদের বিধান অনুযায়ী বেতন প্রদান, পরিচ্ছন্ন কাজে অহরিজনদের নিয়োগ বাতিল,

ছাঁটাইকৃত শ্রমিকদের পুনর্বহাল, মৃত শ্রমিকদের ৩০ হাজার, শ্রমিকের পরিবারের সদস্যের মৃত্যুতে ১০ হাজার টাকা প্রদানসহ শ্রম আইন বাস্তবায়ন করতে হবে।

সাত দিনের মধ্যে সুরাহা না হলে বৃহত্তর আন্দোলন গড়ে তুলবে তারা। স্মারকলিপি প্রদানের আগে তারা সমাবেশ করেন। এতে বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি মতিলাল হরিজন,

সহ সভাপতি কমল বিশ্বাস , সাধারণ সম্পাদক হিরণ লাল সরকার, জেলা ট্রেড ইউনিয়ন সংঘের সভাপতি আশুতোষ বিশ্বাস প্রমুখ।