ব্রিটেনে ১৬-১৭ বছর বয়সিরাও বুস্টার ডোজ পাচ্ছে

ব্রিটেনে সোমবার থেকে ১৬ ও ১৭ বছর বয়সী তরুণ-তরুণীদের শরীরে বুস্টার ডোজের প্রয়োগ শুরু হবে।

করোনাভাইরাস মহামারি প্রতিরোধে ১৬ ও ১৭ বছর বয়সী সকলকে কোভিড-১৯ টিকার বুস্টার ডোজের আওতায় আনার কথা জানিয়েছে দেশটি।

করোনা মারাত্মক ঝুঁকিতে রয়েছে এমন ১৬ ও ১৭ বছর বয়সীদেরই এতোদিন ইংল্যান্ডে বুস্টার ডোজ নেয়ার অনুমোদন ছিল। কিন্তু সোমবার থেকে এই বয়সসীমার সকলেই টিকার বুস্টার ডোজের আওতায় আসবেন।

ব্রিটেনের স্বাস্থ্যমন্ত্রী সাজিদ জাভিদ এক বিবৃতিতে জানিয়েছেন, ইংল্যান্ডের প্রতি পাঁচজন প্রাপ্তবয়স্ক নাগরিকের মধ্যে চারজনের বেশি ইতোমধ্যেই করোনা টিকার বুস্টার ডোজ পেয়েছেন।

এর ফলে ভাইরাসে আক্রান্ত হলেও গুরুতর অসুস্থ হয়ে পড়ার হাত থেকে তারা সুরক্ষিত থাকছেন। তিনি আরও বলেন, আমরা এখন ১৬ ও ১৭ বছর বয়সীদের মধ্যে বুস্টার ডোজ প্রয়োগের সিদ্ধান্ত নিয়েছি।

মূলত বুস্টার ডোজ নেওয়ার মাধ্যমে এই বয়সীদের সকলে তাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে নিজেদেরকে এবং তাদের বন্ধুদেরকে নিরাপদে রাখতে পারেন।

উল্লেখ্য, গত বছরের আগস্ট মাসে ১৬ ও ১৭ বয়সীদের মধ্যে করোনা টিকা প্রয়োগ শুরু করে ব্রিটিশ প্রশাসন। এরপর থেকে ৮ লাখ ৮৯ হাজার ৭০০-র বেশি টিনএজার টিকার প্রথম ডোজ নিয়েছেন। এছাড়া দ্বিতীয় ডোজ নিয়েছেন ৬ লাখেরও বেশি তরুণ-তরুণী। সূত্র: ইভনিং স্ট্যান্ডার্ড।