মালদ্বীপে প্রবাসী লেখক অনিকের জন্মদিন উদযাপিত

জীবিকার তাগিদে প্রবাসে পাড়ি জমান মালদ্বীপ প্রবাসী (ESWA) এর সাংগঠনিক ও ফেনী সমিতির সাধারণ সম্পাদক মো-ওমর ফারুক অনিক।

এইখানে অবস্থানকালে প্রবাসীদের নানা সমস্যাগুলো চোখে পড়া তার কলামে তুলে ধরেন।তিনি এইখানে কাজের পাশাপাশি প্রবাসীদের সকল সুখ দুঃখের কথা কিভাবে সরকার বা সরকারি সংস্থার কাছে তুলে ধরে সমস্যার সমাধান করতে হয় সেটা নিয়েই ভাবতে শুরু করেন।

তাই কাজের পাশাপাশি প্রবাসী শ্রমিকদের সকল সুবিধা অসুবিধার কথা তুলে ধরে আসছেন বিভিন্ন জাতীয় ও অনলাইন পত্র-প্রত্রিকার কলামের মাধ্যমে। ব্যক্তিগতভাবে তিনি মালদ্বীপের একটি ডেভেলপমেন্ট কোম্পানিতে পারছ্যাসেইং ডিপার্টমেন্টে কর্মরত আছেন।

গতকাল রাত ১২.০১ মিনিট-এ মালদ্বীপের রাজধানী মালের স্টার হোটেলে বাংলাদেশ কমিউনিটি ওয়েলফেয়ার এসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সভাপতি, মীর সাইফুল ইসলাম মাষ্টার এর উদ্যোগে আয়োজিত হয় প্রবাসী লেখক মো-ওমর ফারুক অনিক, এর ৩২তম জন্মদিন।

গতকাল বুধবার (২০ জানুয়ারী) মালদ্বীপ প্রবাসী ও প্রবাসী লেখকের জন্মদিনে উপস্থিত ছিলেন মালদ্বীপের সুনামধন্য ব্যবসায়িক,(FourL) কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর মো- হাদিউল ইসলাম ,, বিশিষ্ট ব্যবসায়িক ও (Dhaka Traders) এর ম্যানেজিং ডিরেক্টর মো-বাবুল হোসেন,

জনকল্যাণ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মো-আবদুল্লাহ কাদের, নীল দরদিয়া শিল্পগোষ্ঠীর সভাপতি মো-সবুর তালুকদার, বন্ধুমহলের খায়রুল আমিন,(MRDC) সিনিয়র স্টাফ এমকে কামাল,

পাকিস্তান হাইকমিশনে কর্মরত আনোয়ার হোসেন রাজু, বিশিষ্ট ব্যবসায়ীক মো- কাওছার আহমেদ, বিশিষ্ট ব্যবসায়ীক ও ক্রীড়া ফুটবলের সম্পাদক মো-মনিরুল ইসলাম,

জন্মদিনের কেক-কাটা উদযাপন শেষে, নীল দরিয়া শিল্পগোষ্ঠীর পক্ষে সবুর তালুকদার ও (Dhaka Traders) এর বাবুল হোসেনের পক্ষ্য থেকে জন্মদিনের উপহার তুলে দেন অনিক’র হাতে বাংলাদেশ কমিউনিটি ওয়েলফেয়ার এসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সভাপতি, মীর সাইফুল ইসলাম মাষ্টার ও প্রবাসী ব্যবসায়ীক, বিভিন্ন সংগঠনের সিনিয়র নেত্রীবৃন্দ।