কালীগঞ্জে মাস্ক না পরায় ভ্রাম্যমান আদালতের জরিমানা আদায়

ঝিনাইদহের কালীগঞ্জ শহরে মাস্ক না পরার অপরাধে অভিযান চালিয়ে ১ হাজার ৭’শ টাকা জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার বিকেলে শহরের বিভিন্ন এলাকায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ভ্রাম্যমাণ আদালত এই অর্থদন্ড আদায় করেন। অভিযানে ৭টি মামলায় ১ হাজার ৭’শ টাকা অর্থদন্ড আদায় করা হয়েছে।

অভিযানের পাশাপাশি অসচ্ছল ব্যক্তিদের মাঝে বিনামূল্যে মাস্ক বিতরণ করা হয়। অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও কালীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হাবিবুল্লাহ।

তিনি বলেন, কোভিন-১৯ বিস্তাররোধে স্বাস্থ্যবিধি প্রতিপালনে জোরদার, জনসচেতনা এবং মানুষের মাঝে মাস্ক বিতরন করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করার মূল উদ্দেশ্য মানুষের মধ্যে মাস্ক পরা বিষয়ক সচেতনতা বাড়ানো। সবাইকে সরকারি সকল নির্দেশনা মেনে চলতে হবে। স্বাস্থ্যবিধি মানতে হবে, মাস্ক পরতে হবে।

কালীগঞ্জ শহরের মেইন বাসস্ট্যান্ড, যশোর রোড, বাজার রোড, জনতা ব্যাংক মোড়, কালিবাড়ি মোড়সহ বিভিন্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনাসহ মাস্ক বিতরণ করা হয়।