বেনাপোলে দুই বাংলার মোহনায় আন্তর্জতিক মার্তৃভাষা পালিত

করোনা মহামারির কারনে এবার দুই বাংলার মোহনায় ঢিলে ঢালা ভাবে পালিত হলো মহান অমর একুশে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস।

প্রাকৃতিক মহামারির জন্য অন্য বছরের ন্যায় এ বছর দুই বাংলার ভাষা প্রেমীদের আলোচনা, গান, নৃত্য এবং পরস্পর পরস্পরকে আবেগে জড়িয়ে ধরা কোন কিছুই হয়নি বেনাপোল নোম্যান্সল্যান্ডে।

দুই বাংলার প্রতিনিধি দল বেনাপোল পেট্রাপোল নোম্যান্সল্যান্ডের অস্থায়ী শহীদ বেদীতে বিন¤্র শ্রদ্ধায় পুস্প স্তবক শেষে বিদায় হয় স্ব স্ব দেশে।

সোমবার বেলা ১০ টার সময় অস্থায়ী শহীদ বেদীতে পুস্পস্তবক এর সময় বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন যশোর -১ (শার্শা) আসনের সংসদ সদস্য শেখ আফিল উদ্দিন, এসময় আরো উপস্থিত ছিলেন বেনাপোল কাস্টমস কমিশনার আজিজুর রহমান, শার্শা উপজেলা নির্বাহী অফিসার মীর আলীফ রেজা,

শার্শা উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক মঞ্জু, বেনাপোল পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক নাসির উদ্দিন, নাভারন কলেজের অধ্যাক্ষ ইব্রাহীম খলিল প্রমুখ।

অপরদিকে ভারতে পক্ষে উপস্তিত ছিলেন, উত্তর ২৪ পরগনা জেলার বনগাঁও মহাকুমার বিধায়ক বিশ্বজিৎ দাস, ২৪ পরগনা জেলার টিএমসির নেত্রী মমতাবালা ঠাকুর, ২৪ পরগান জেলার কংগ্রেসের সভাপতি আলোরানি সরকার, বনগাঁও পঞ্চায়েত প্রসেনজিৎ, বনগাঁও মহাকুমা টিএমসি সদস্য পরিতোষ অধিকারী।