বিষয়খালী অঞ্চলে হঠাৎ ঝড় ও শিলা বৃষ্টি

ঝিনাইদহ সদর উপজেলার বিষয়খালী অঞ্চলের উপর দিয়ে রোববার বিকালে হঠাৎ কালবৈশাখী ঝড় ও প্রচুর শিলাবৃষ্টি পড়ে। এতে ফসলের ব্যাপক ক্ষতি সাধিত হয়েছে।

ঝড় বৃষ্টির সাথে প্রচুর পরিমানে শিলা বৃষ্টি হয়। শিলের পরিমাণ এতই বেশি ছিল যে স্তুপে পরিণত হয়েছিলো। বিষয়খালী অঞ্চলের বিষয়খালী, কেশবপুর,কানুহারপুর,হরিপুর,

মহারাজপুর, পরমানন্দপুর, তেঁতুলতলা, মায়াধরপুর, কুলফাডাঙ্গা, রামনগর, খামার আইনসহ আশেপাশের এলাকায় প্রচুর পরিমাণে শিলাবৃষ্টি ও কালবৈশাখী ঝড়।

শিলের পরিমাণ এতই বেশি ছিল যা বিগত ১০/১৫ বছরেও এত শিলাবৃষ্টি হয়নি বিষয়খালী অঞ্চলের উপর। শিলা বৃষ্টির কারণে বিষয়খালী অঞ্চলের চলতি মৌসুমের ধানসহ বিভিন্ন ফসলের ব্যাপক ক্ষতি সাধিত হয়েছে।