দোলন বই মেলা সংখ্যায় পাঠ উম্মোচন

শিশু-কিশোরদের ছোটকাগজ ‘দোলন’ বই মেলা সংখ্যার পাঠোন্মোচন হয়েছে।
বৃহস্পতিবার সন্ধ্যায় অমর একুশে গ্রন্থমেলার লিটলম্যাগ চত্বরে এ অনুষ্ঠান হয়।

বই মেলা সংখ্যার পাঠ উন্মোচনে উপস্থিত ছিলেন প্রধান অথিতি হিসেবে আবৃত্তিকার শিমুল মুস্তাফা, ছড়াকার মামুন সারওয়ার, নোঙর প্রতিষ্ঠাতা সভাপতি সুমন শামস, লেখক ও ফটোগ্রাফার সুদীপ্ত সালাম, শিশু সাহিত্যিক রবিউল কমল, নোঙর কেন্দ্রীয় সদস্য ফজলে সানি।

দোলন সম্পাদক কামাল মুস্তাফা বলেন, “শিশু-কিশোদের স্বপ্নের কাগজ ‘দোলন’ ২০০৯ সালে ১৫ ডিসেম্বর যশোর থেকে প্রথম প্রকাশিত হয়। ‘দোলন’ মূলত উৎসবভিত্তিক সাহিত্যপত্রিকা। শিশু-কিশোরদের মনোজগৎ আরো প্রসারিত করা দোলনের লক্ষ্য ও উদ্দেশ্য।”

তিনি জানান, কিশোরদের স্বপ্নের কাগজ দোলন বই মেলা সংখ্যায় বই শিরোনামে ছড়া চিরায়ত হুমায়ুন আজাদ। বই মেলার প্রাণ ভ্রমরা বই শিরোনামে মূল প্রবন্ধ লিখেছেন সুদীপ্ত সালাম, সৃষ্টির আনন্দই বড় পুরষ্কার শিরোনামে সাক্ষাৎকার থাকছে রফিকুল রশীদ সাক্ষাৎকার নিয়েছেন কথাশিল্পী সালাহ উদ্দিন, তিতলির স‍্যান্ডেল শিরোনামে গল্প লিখেছেন রবিউল কমল, একুশের বইমেলা শিরোনামে ছড়া লিখেছেন মালেক মাহমুদ, ফড়িং শিরোনামে ছড়া লিখেছেন সোহেল মল্লিক, আরো ছড়া লিখেছেন বই শিরোনামে কালের লিখন, প্রিয় পাঠক শিরোনামে ছড়া লিখেছেন মাসুম আওয়াল, বই মেলা শিরোনামে ছড়া লিখেছেন শাহনাজ পারভীন, একটি ভাষণ শিরোনামে ছড়া লিখেছেন বোরহান মাসুদ।
একুশে বই মেলায় লিটলম‍্যাগ চত্বরে “দোলন” স্টলে সংখ্যাটি পাওয়া যাচ্ছে।