ইউক্রেনে আরও ৪০ মিলিয়ন ডলারের সহায়তা দেবে জাতিসংঘ

antonio guterres - us united nation

ইউক্রেনে মানবিক সহায়তা বাড়াতে জাতিসংঘের কেন্দ্রীয় জরুরি তহবিল থেকে আরও ৪০ মিলিয়ন মার্কিন ডলার বরাদ্দের ঘোষণা দেওয়া হয়েছে।

স্থানীয় সময় সোমবার (১৪ মার্চ) বিকেলে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে দেওয়া ভাষণে সংস্থাটির মহাসচিব আন্তোনিও গুতেরেস এ ঘোষণা দেন।

জাতিসংঘের মহাসচিব বলেন, ইউক্রেনে লাখ লাখ মানুষ না খেয়ে আছে। তারা পানির সংকটে রয়েছে। রুশ সেনাদের হামলায় সেখানে পানি সরবরাহ ব্যবস্থা ভেঙে পড়েছে।

তাদের জন্য খাদ্য, ওষুধ, পানি ও অত্যাবশকীয় জরুরি সহায়তা প্রয়োজন। গুতেরেস বলেন, জাতিসংঘের শরণার্থী সংস্থা জানিয়েছে, ইউক্রেন থেকে ২৮ লাখের বেশি মানুষ নিরাপদ আশ্রয়ের খোঁজে ঘর ছেড়েছেন। তাদের প্রতিটি পদক্ষেপে সাহায্য এবং সমর্থন প্রয়োজন।

ইউক্রেনে পরমাণু কর্মসূচির কোনো প্রমাণ জাতিসংঘ পায়নি উল্লেখ করে সংস্থাটির মহাসচিব রাশিয়ার পারমাণবিক অস্ত্র ব্যবহারের বিষয়ে উচ্চমাত্রায় সতর্ক থাকার আহ্বান জানান।