রুশ সেনাদের আত্মসমর্পণের আহ্বান জেলেনস্কির

ইউক্রেনে হামলা চালানো রুশ সেনাদের আত্মসমর্পণের আহ্বান জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

স্থানীয় সময় মঙ্গলবার ভোরে এক ভিডিওবার্তায় তিনি এ আহ্বান জানান। খবর নিউইয়র্ক টাইমসের।

রুশ সেনাদের উদ্দেশ্য তিনি বলেন, ইউক্রেনের জনগণের পক্ষ থেকে আমি আপনাদের একটি সুযোগ দিচ্ছি। বেঁচে থাকার সুযোগ।

আপনারা যদি আমাদের বাহিনীর কাছে আত্মসমর্পণ করেন, তা হলে আমরা মানুষের সঙ্গে যেভাবে আচরণ করা উচিত, সেভাবে আপনাদের সঙ্গে শোভনীয় আচরণ করব।

জেলেনস্কি বলেন, রাশিয়া ইতোমধ্যে ৯০টি যুদ্ধবিমান হারিয়েছে। রুশ সেনারা এমন প্রতিরোধ আশা করেননি।

ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন, ইউক্রেন সম্পর্কে রাশিয়ায় কয়েক দশক ধরে যে মিথ্যাচার চালানো হয়েছে, রুশ সেনারা সেই প্রপাগান্ডা বিশ্বাস করে ফেলেছেন।

প্রসঙ্গত দুই সপ্তাহ আগেও ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রী ওলেক্সি রেজনিকভ আত্মসমর্পণ করলে রুশ সেনাদের সাধারণ ক্ষমার পাশাপাশি নগদ অর্থ দেয়ার ঘোষণা দিয়েছিলেন।