ইসরায়েলের পার্লামেন্টে ভাষণ দেবেন জেলেনস্কি

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি রোববার ইসরায়েলি পার্লামেন্টে ভাষণ দেবেন বলে কথা রয়েছে। ভিডিও কলের মাধ্যমে এ ভাষণ দেয়া হবে।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, জেলেনস্কি তার ভাষণে ইহুদিবাদের আহ্বান জানাবেন এবং রাশিয়ার সঙ্গে তার দেশ যেভাবে লড়াই করছে, তাকে দ্বিতীয় বিশ্বযুদ্ধ ও জার্মানির নাৎসি বাহিনীর হামলার সঙ্গে তুলনা করবেন।

এর আগে জেলেনস্কি ইউক্রেনকে সহযোগিতার জন্য যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্রসহ বিশ্বের বিভিন্ন দেশের আইন প্রণেতাদের সঙ্গে আলোচনা করেছেন।

প্রতিবেদন বলছে, ইসরায়েলের পার্লামেন্টে অবকাশ চলছে। পার্লামেন্ট ভবনে সংস্কার কাজ চলছে।

এ কারণে বিশেষভাবে সংরক্ষিত জুম কলে সদস্যদের সঙ্গে আলোচনা করবেন জেলেনস্কি। এছাড়া তেল আবিবে বড় পর্দায় তার ভাষণ সম্প্রচার করা হবে।