রাশিয়ার আত্মসমর্পণের প্রস্তাব প্রত্যাখ্যান করলো ইউক্রেন

ইউক্রেনের অন্যতম গ্রুরুত্বপূর্ণ বন্দর শহর মারিউপোল। এটি এখন ঘিরে রেখেছে রুশ সেনারা।

এর মধ্যেই রাশিয়া প্রস্তাব দিয়েছিল যে, যদি ইউক্রেন আত্মসমর্পণ করে তাহলে স্থানীয় বাসিন্দাদের নিরাপদে শহর ছেড়ে যেতে দেয়া হবে। কিন্তু সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেছে পূর্ব ইউরোপের দেশটি।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়ার প্রস্তাব অনুযায়ী, যদি মারিউপোল শহরের রক্ষীবাহিনী তাদের অস্ত্র জমা দেয় বা আত্মসমর্পণ করে তাহলে বেসামরিক নাগরিকরা নিরাপদে নিরাপদে শহর ছাড়তে পারবে।

কিন্তু ইউক্রেন সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেছে এবং বলেছে, আত্মসমর্পণ করার কোনো প্রশ্নই ওঠেই না। মারিউপোল শহরটি অনেক সাজানো-গোছানো ছিল।

কিন্তু রাশিয়ার হামলার পর থেকে এটি এখন এক ভুতুরে নগরীতে পরিণত হয়েছে। প্রায় ৩ লাখ মানুষ মানবেতর জীবন কাটাচ্ছেন।

নেই বিদ্যুৎ, পানির স্বল্পতাও দেখা দিয়েছে। বেসামরিক নাগরিকরা দিনের অধিকাংশ সময়ই শেল্টার অথবা বাড়ির বেসমেন্টে কাটাচ্ছেন।