ইউক্রেনে অন্তত ৯০২ বেসামরিক নিহত হয়েছে: জাতিসংঘ

রাশিয়ার আগ্রাসন শুরুর পর গত ১৯ মার্চ পর্যন্ত ইউক্রেনে অন্তত ৯০২ বেসামরিক নিহত হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ।

রোববার জাতিসংঘের মানবাধিকার কার্যালয় (ওএইচসিএইচআর) জানিয়েছে এই সময়ে আহত হয়েছে আরও অন্তত এক হাজার ৪৫৯ জন বেসামরিক নাগরিক।

ওএইচসিএইচআর জানিয়েছে, বিস্ফোরক অস্ত্রেই বেশিরভাগ হতাহতের ঘটনা ঘটেছে। ভারি কামান, রকেট লাঞ্চার, ক্ষেপণাস্ত্র

এবং বিমান হামলার মতো ঘটনাতেই হতাহত বেশি হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘের কার্যালয়টি। খবর রয়টার্সের। ওএইচসিএইচআর মনে করছে ইউক্রেনে প্রকৃত হতাহতের সংখ্যা আরও অনেক বেশি হবে।

কারণ হিসেবে সংস্থাটি জানিয়েছে, ইউক্রেনে তাদের বড় একটি পর্যবেক্ষণ দল থাকলেও মারিওপোলসহ মারাত্মকভাবে আক্রান্ত বেশ কয়েকটি শহর থেকে তারা কোনও তথ্য সংগ্রহ বা যাচাই করার সুযোগ পায়নি।