ইউক্রেন যুদ্ধে রাশিয়ার সমর্থনে অস্ত্র-গোলাবারুদ পাঠাতে পারে চীন, প্রথমে এমন গুঞ্জন ছড়িয়ে পড়েছিল। তবে সেই গুঞ্জন উড়িয়ে দিয়েছেন যুক্তরাষ্ট্রে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত কিন গ্যাং।
তিনি বলেছেন, মস্কোতে কোনো অস্ত্র পাঠাবে না বেইজিং। খবর প্রকাশ করেছে বিবিসি। বলা হয়েছে, গত ১৮ মার্চ চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে সতর্ক করে মার্কিন প্রেসিডেন্ট বাইডেন বলেছিলেন,
চীন যদি রাশিয়াকে অস্ত্র- সরঞ্জাম দেয় তাহলে কঠোর পরিণতি ভোগ করতে হবে। এর দুই দিন পরই এমন মন্তব্য করলেন কিন গ্যাং।
মার্কিন সম্প্রচারমাধ্যম সিবিএসকে চীনের রাষ্ট্রদূত বলেন, পশ্চিমারা যেভাবে নিন্দা জানাচ্ছে তা কোনো কাজে আসবে না। এ জন্য (যুদ্ধ বন্ধ করতে) প্রয়োজন ভালো কূটনীতি।
এর আগে গত শনিবার সন্ধ্যায় চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই সাংবাদিকদের বলেছেন, ইউক্রেন সংকটে চীন ইতিহাসের সঠিক পাশে দাঁড়িয়েছে। এবং তা বেশিরভাগ দেশের ইচ্ছার সঙ্গে সঙ্গতিপূর্ণ।
তিনি বলেন, চীন কখনোই বাইরের কোনো ধরনের চাপ মেনে নিবে না। একই সঙ্গে চীনের বিরুদ্ধে যেকোনো ভিত্তিহীন অভিযোগ ও সন্দেহের বিরোধিতা করে বেইজিং। আমরা সবসময় শান্তি বজায় রাখার পক্ষে এবং যুদ্ধের বিরোধী।