ইউক্রেনের সঙ্গে রাশিয়ার শান্তি আলোচনায় এখনও পর্যন্ত উল্লেখযোগ্য কোনও অগ্রগতি হয়নি। সোমবার এমন মন্তব্য করেছে রুশ প্রেসিডেন্টের দফতর ক্রেমলিন।
এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম রয়টার্স। মস্কোর দাবি, ইউক্রেনের পক্ষ থেকে এমন সব দাবি তুলে ধরা হচ্ছে যেগুলো রাশিয়ার কাছে গ্রহণযোগ্য নয়।
এগুলো করে শান্তি আলোচনাকেই আটকে দিচ্ছে কিয়েভ। অন্যদিকে কিয়েভ বলছে, তারা মস্কোর সঙ্গে আলোচনা করতে ইচ্ছুক।
তবে ইউক্রেন আত্মসমর্পণ করবে না কিংবা রাশিয়ার কোনও আল্টিমেটামও মেনে নেয়া হবে না। একটি কনফারেন্স কলে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন,
প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং তার ইউক্রেনীয় সমকক্ষ ভলোদিমির জেলেনস্কির মধ্যে সম্ভাব্য বৈঠকের ভিত্তি হওয়ার মতো অগ্রগতি এখনও বৈঠক থেকে আসেনি।
মুখপাত্র বলেন, আমাদের জন্য দুই প্রেসিডেন্টের মধ্যে একটি বৈঠকের কথা বলতে হলে হোমওয়ার্ক করতে হবে। আলোচনা হতে হবে। এখন পর্যন্ত উল্লেখযোগ্য কোনও অগ্রগতি অর্জিত হয়নি।
দিমিত্রি পেসকভের দাবি, আলোচনা থেকে একটি চুক্তিতে উপনীত হওয়ার ব্যাপারে ইউক্রেনীয় আলোচকদের চেয়ে রুশ আলোচকরা বেশি আগ্রহ দেখাচ্ছেন।