রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, মঙ্গলবার রাশিয়ার উপ-পররাষ্ট্রমন্ত্রী ইগোর মোরগুলোভ রাশিয়ায় নিযুক্ত উত্তর কোরিয়ার রাষ্ট্রদূত সিন হং-চলের সঙ্গে দেখা করেছেন।
উত্তর কোরিয়ার সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করতে এ বৈঠক হয়েছে। রাশিয়ার পক্ষ থেকে বলা হয়েছে, আন্তর্জাতিক পর্যায়ে যে পরিবর্তন হচ্ছে তারই প্রেক্ষিতে উত্তর কোরিয়ার সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় রাশিয়া।
উত্তর কোরিয়ার রাষ্ট্রদূত এবং রাশিয়ার উপ-পররাষ্ট্রমন্ত্রী এমন সময় দেখা করলেন যখন পশ্চিমা দেশগুলো রাশিয়ার ওপর কঠিন সব নিষেধাজ্ঞা আরোপ করেছে।
এরফলে রাশিয়া বিশ্বের বেশ কয়েকটি দেশ থেকে আলাদা হয়ে গেছে। এদিকে গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে হামলা করে রাশিয়া। বিশ্বের প্রায় বেশিরভাগ দেশ এ হামলার জন্য রাশিয়ার সমালোচনা করেছে।
যুক্তরাষ্ট্র ও পশ্চিমাদেশগুলো রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। যেন অর্থনৈতিকভাবে রাশিয়া ভেঙে যায় এবং এ যুদ্ধ থেকে পিছু হটে।
যুক্তরাষ্ট্র ও পশ্চিমাদেশগুলো যখন রাশিয়ার সমালোচনায় মুখর তখন উল্টো যুক্তরাষ্ট্রেরই সমালোচনা করেছে উত্তর কোরিয়া। ইউক্রেনে এ যুদ্ধের জন্য উত্তর কোরিয়া যুক্তরাষ্ট্রের স্বেচ্ছাচারিতা এবং আধিপত্যবাদ নীতিকে দায়ি করে বিবৃতি দেয়। সূত্র: আল জাজিরা