ইউক্রেনে রুশ আক্রমণআগ্রাসন সত্ত্বেও রাশিয়া ও যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক আগের মতোই বন্ধুত্বপূর্ণ থাকবে বলে জানিয়েছেন ভারতের পররাষ্ট্র প্রতিমন্ত্রী মীনাক্ষী লেখি। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে এনডিটিভি।
প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতিবার ২৪ মার্চ ভারতের পার্লামেন্টে ইউক্রেন যুদ্ধ ভারতের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কে প্রভাব ফেলেছে কি না, এমন প্রশ্নের উত্তরে এ কথা জানান তিনি।
মীনাক্ষী জানান, এক দশকের বেশি সময় ধরে যুক্তরাষ্ট্রের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি করেছে ভারত। এই সময়ে ভারতের সীমান্তে চীনা শক্তির পুনরুত্থান ঘটেছে।
যদিও চীনের অন্যতম ঘনিষ্ঠ মিত্র রাশিয়া ভারতের সবচেয়ে বড় অস্ত্র সরবরাহকারী। তিনি আরও বলেন, ভারত অবিলম্বে লড়াই বন্ধ করে কূটনৈতিক তৎপরতা ও সংলাপে ফিরে যাওয়ার আহ্বান জানিয়েছে।
যুক্তরাষ্ট্র ও রাশিয়া উভয় দেশের সঙ্গেই ভারতের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। ভারতের সঙ্গে বড় দুই দেশের সম্পর্ক তাদের ‘মেরিট’ অনুযায়ীই চলছে।