রাশিয়া তাদের লক্ষ্য পরিবর্তন করেনি: ন্যাটো প্রধান

পশ্চিমা সামরিক মিত্রজোট ন্যাটোর প্রধান জেনস স্টলটেনবার্গ বলেছেন, রাশিয়া প্রকৃত অর্থে কিয়েভ থেকে সেনা প্রত্যাহার করছে না। এটা প্রকৃত সেনা প্রত্যাহার নয়।

সিএনএনের সঙ্গে এক সাক্ষাৎকারে ন্যাটো প্রধান এই মন্তব্য করেন। জেনস স্টলটেনবার্গ বলেন, এটা সেনা প্রত্যাহার নয় বরং পুনঃস্থাপন।

সেনা সংগঠিত করে পুনরায় হামলা করা হবে বলে আশঙ্কার কথা জানান তিনি। গত মঙ্গলবার তুরস্কে বৈঠকে বসে রাশিয়া এবং ইউক্রেনের আলোচকরা।

এই বৈঠকে রাশিয়া কিয়েভ এবং চেহেরনিহিভ অঞ্চল থেকে সেনা প্রত্যাহার এবং হামলা কমানোর ঘোষণা দেয়।

কিন্তু ইউক্রেনসহ যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যের গোয়েন্দারা বলছেন, রাশিয়া ইউক্রেনে তাদের লক্ষ্য পরিবর্তন করেনি।

তারা সেনা প্রত্যাহারের নামে ভিন্ন জায়গায় অবস্থান নিচ্ছে পুনরায় সংগঠিত হয়ে আক্রমণ করার জন্য। তবে রাশিয়া এমন দাবির বিষয়ে কোনো মন্তব্য করেনি।