ডিজিটাল মুদ্রার ব্যবহার বাড়াচ্ছে চীনের কেন্দ্রীয় ব্যাংক

চীনের কেন্দ্রীয় ব্যাংক সম্প্রতি জানিয়েছে, তারা আরও বেশি অঞ্চলে ডিজিটাল ইউয়ানের ব্যবহার চালুর পাইলট পরিকল্পনা গ্রহণ করেছে। চীনে ডিজিটাল মুদ্রার নাম দেওয়া হয়েছে ই-সিএনওয়াই। খবর রয়টার্সের।

দ্য পিপল’স ব্যংক অব চায়না (পিবিওসি) অনলাইনে এক বিবৃতিতে বলেছে, তারা ডিজিটাল মুদ্রা ‘ই-সিএনওয়াই’ নিয়ে আরও বেশি গবেষণা ও উন্নয়নে মনোযোগ দেবে।

বর্তমানে ১০টি বড় শহরের সাথে তিয়ানঝিন, চংকিং, গুয়াংঝু, ফুঝু, জিয়ামেন এবং উপকূলীয় প্রদেশ ঝেজিয়াংয়ের ৬টি শহরে নতুন করে ডিজিটাল মুদ্রা চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।