রাশিয়াকে কঠিন যুদ্ধের হুঁশিয়ারি দিলেন জেলেনস্কি

রাশিয়ার সাথে কঠিন যুদ্ধে যাওয়ার হুঁশিয়ারি দিলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি বলেছেন, রাশিয়ার সেনাদের সাথে কঠিন যুদ্ধে নামতে প্রস্তুত ইউক্রেনের সেনাবাহিনী।

রাজধানী কিয়েভে অস্ট্রিয়ার চ্যান্সেলর কার্ল নেহাম্মের সাথে যৌথ সংবাদসম্মেলনে এই হুঁশিয়ারি দিয়েছেন জেলেনস্কি।

এই সংবাদ সম্মেলনে জেলেনস্কি বলেন, এটা হতে যাচ্ছে এক কঠিন যুদ্ধ। আমরা বিশ্বাস করি এই লড়াইয়ে আমাদের জয় হবে। আমরা স্বতঃস্ফূর্ত লড়াইয়ে রাজি আছি।

আবার কূটনৈতিক উপায়ে এই যুদ্ধের ইতি টানতেও আমরা প্রস্তুত। চলতি বছরের ২৪ ফেব্রুয়ারি ন্যাটোতে যোগ দেয়াসহ কয়েকটি বিরোধপূর্ণ ইস্যুতে ইউক্রেনে সেনা অভিযান শুরু করে রাশিয়া।

সূত্র: আল জাজিরা