টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় ট্রেনে কাটা পড়ে শিশুসহ একই পরিবারের তিনজন নিহত হয়েছেন।
সোমবার (১১ এপ্রিল) দুপুর দেড়টার দিকে উপজেলার সল্লা ইউনিয়নের হাতিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ঘারিন্দা রেলওয়ে পুলিশের এসআই মো. সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। নিহতরা হলেন- ঘাটাইল উপজেলার কদমতলীর গারট্ট গ্রামের হামিদ মিয়ার ছেলে তায়েবুল (৫৫),
তার মেয়ে তাহমিনা (২৫) ও তাহমিনার ছেলে তাওহিদ (২)। ঘারিন্দা রেলওয়ে পুলিশের এসআই মো. সাইফুল ইসলাম জানান, সোমবার দুপুর দেড়টার দিকে জামালপুর এক্সপ্রেস ট্রেনটি ঢাকা থেকে বঙ্গবন্ধু সেতু পূর্বপারের স্টেশনের যাচ্ছিল।
রেলক্রসিং দিয়ে একটি অটোরিকশা পার হওয়ার সময় ট্রেনের সঙ্গে ধাক্কা লাগে। শিশুসহ তিনজন ট্রেনের নিচে কাটা পড়ে। ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয় এবং একজন টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেয়ার পথে মারা যায়।