রাশিয়ার সেই বিস্ফোরক দাবির ব্যাপারে যা বললো ইউক্রেন

ইউক্রেনের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় বন্দরনগরী মারিউপোলে ইউক্রেনীয় সেনার আত্মসমর্পণের দাবি নাকচ করে দিয়েছে ইউক্রেন। বিবিসি বুধবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

কোণঠাসা হয়ে ইউক্রেনীয় বাহিনীর এক হাজার সেনা আত্মসমর্পণ করেছে বলে এর আগে দাবি করেছিল রাশিয়ার। তবে ইউক্রেনের প্রেসিডেন্টের ভলোদিমির জেলেনস্কির একজন শীর্ষ উপদেষ্টা ওলেক্সি আরেস্টোভিচ বলেন, মেরিন সেনারা আজভ ব্যাটালিয়নের সঙ্গে যোগাযোগ করতে পারছে না।

মারিউপোলের এখনো পতন হয়নি। বরং শহরের প্রতিরক্ষা ব্যবস্থা বেড়েছে এবং আরও শক্তিশালী হয়েছে বলে তিনি এক ফেসবুক পোস্টে দাবি করেছেন।

যদিও শহরটিতে আসলে কী ঘটছে সেটা যাচাই করা কঠিন হয়ে পড়েছে বলে বিবিসি জানিয়েছে।

এদিকে, যুদ্ধবিধ্বস্ত শহরটি পুরোপুরি অবরুদ্ধ হয়ে পড়েছে। শহরটিতে অবিরাম গোলাবর্ষণ ও বোমাবর্ষণ চলছে বলে স্থানীয় সংসদ সদস্য দিমিত্রো গুরিন বিবিসিকে জানিয়েছে।