ক্ষমতায় থাকতে বিপজ্জনক খেলা খেলেছেন ইমরান: মরিয়ম

পাকিস্তানের সদ্য সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে কটাক্ষ করে মন্তব্য করেছেন রাজনৈতিক দল পাকিস্তান মুসলিম লীগ নওয়াজের ভাইস প্রেসিডেন্ট মরিয়ম নওয়াজ শরীফ।

বৃহস্পতিবার ১৪ এপ্রিল টুইটারে তিনি বলেন, আপনি ক্ষমতায় থাকার জন্য একটি বিপজ্জনক খেলা খেলেছেন। আজ তার মিথ্যাচার ফাঁস হয়ে গেছে। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে জিও নিউজ।

ষড়যন্ত্র তত্ত্বের জন্য ন্যাশনাল সিকিউটির কাউন্সিলের মতো গুরুতর ফোরাম ব্যবহার করা হয়েছিল বলেও ধারাবাহিক টুইট বার্তায় ইমরান খানের বিরুদ্ধে অভিযোগ করেন মরিয়ম নওয়াজ।

তিনি বলেন, সময় এসেছে ইমরান খানকে প্রতিটি মিথ্যা এবং কেবল ক্ষমতার স্বার্থে (দেশের) জাতীয় নিরাপত্তা নিয়ে খেলার নিন্দনীয় প্রচেষ্টার জবাবদিহি করতে হবে। পারলে এখন সাহস দেখান এবং মুখোমুখি হন।

পাকিস্তান সেনাবাহিনীর জনসংযোগ দফতরের মহাপরিচালক মেজর জেনারেল বাবর ইফতিখার বলেন, গত ৩১ মার্চ জাতীয় নিরাপত্তা কমিটির বৈঠকের পর জারি করা বিবৃতিতে ‘ষড়যন্ত্র’ শব্দটি ব্যবহার করা হয়নি।