ইউক্রেন ছেড়েছে ৫২ লাখ মানুষ: জাতিসংঘ

রুশ আগ্রাসনের কারণে যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন ছেড়ে পালিয়েছে প্রায় ৫২ লাখ মানুষ। জাতিসংঘের শরণার্থী সংস্থা এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।

এক প্রতিবেদনে ব্যাংকক পোস্ট জানায়, চলমান যুদ্ধে ইউক্রেন থেকে পালানোর চেষ্টা অব্যাহত রয়েছে। চলতি মাসে পালিয়েছে ১১ লাখের বেশি। তাছাড়া শুধু মার্চেই পালিয়েছে ৩৪ লাখ।

এমন পরিস্থিতির মধ্যে ইউক্রেন সফরে যাচ্ছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন ও প্রতিরক্ষা প্রধান লয়েড অস্টিন। স্থানীয় সময় রবিবার (২৪ এপ্রিল) মার্কিন এ সর্বোচ্চ কর্মকর্তারা যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনে সফর করবেন।

ইউক্রেনে রাশিয়ার হামলার পরই সেখানে এটি তাদের প্রথম সফর। এ প্রসঙ্গে ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি বলেন, দক্ষিণ ও পূর্বাঞ্চলে এখনো ভয়াবহ যুদ্ধ চলছে।

সফরকালে ইউক্রেনের কী ধরনের অস্ত্রের প্রয়োজন হবে সে বিষয়ে আলোচনা করবেন ব্লিঙ্কেন ও অস্টিন। জেলেনস্কি নিজেই এ তথ্য নিশ্চিত করেছেন।