দেশে দুই বছর পর করোনা শনাক্ত ২০ এর নিচে

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কোনো রোগীর মৃত্যু হয়নি। এ নিয়ে টানা ছয় দিন করোনায় মৃত্যুহীন দেখল বাংলাদেশ।

একই সময়ে করোনা শনাক্ত হয়েছে ১৯ জনের। যা দুই বছরের বেশি সময় পর দেশে করোনা শনাক্তের সংখ্যা ২০ এর নিচে নেমে এসেছে।

এর আগে ২০২০ সালের ৫ এপ্রিল একদিনে ১৮ জন রোগী শনাক্তের তথ্য দেয় স্বাস্থ্য অধিদপ্তর। মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

দেশে এ পর্যন্ত করোনায় মৃতের সংখ্যা ২৯ হাজার ১২৭ জনই রয়েছে। এছাড়াও মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৯ লাখ ৫২ হাজার ৬০২ জনে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত একদিন করোনা থেকে সুস্থ হয়েছেন ৩৬৪ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৮ লাখ ৯৪ হাজার ১২৩ জন।

একই সময়ে সারাদেশে সরকারি-বেসরকারি বিভিন্ন ল্যাবরেটরিতে পাঁচ হাজার ২০টি নমুনা সংগ্রহ ও পাঁচ হাজার ২৬টি নমুনা পরীক্ষা করা হয়। নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার শূন্য দশমিক ৩৮ শতাংশ।