আবারও পবিত্র আল-আকসায় সংঘর্ষ

পবিত্র আল-আকসা মসজিদ প্রাঙ্গণে আবারও সংঘর্ষ হয়েছে। বৃহস্পতিবার (৫ মে) মসজিদ প্রাঙ্গণে ইহুদিদের প্রবেশ নিয়ে ইসরাইলি নিরাপত্তা বাহিনীর সঙ্গে ফিলিস্তিনিদের সংঘর্ষ বাঁধে। আহত হয়েছেন বেশ কয়েকজন।

এদিকে ইসরাইলের মধ্যাঞ্চলে বন্দুক হামলা ও ছুরিকাঘাতে অন্তত তিনজন নিহত হয়েছেন। এছাড়াও, আহত হয়েছেন আরও বেশ কয়েকজন।

পবিত্র আল-আকসা মসজিদ প্রাঙ্গণে ইহুদিদের প্রবেশ ঘিরে ইসরাইল-ফিলিস্তিন উত্তেজনা চরমে পৌঁছেছে।

ঈদ উপলক্ষ্যে মসজিদ প্রাঙ্গণে ইহুদিদের প্রবেশ তিনদিন স্থগিত থাকলেও, বৃহস্পতিবার আবারও তারা সেখানে প্রবেশ করলে, বিক্ষোভ শুরু করেন ফিলিস্তিনিরা। সাধারণ ফিলিস্তিনিদের ওপর ইসরাইলি নিরাপত্তা বাহিনীর সদস্যরা চড়াও হলে, এক পর্যায়ে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এসময় ফিলিস্তিনিদের লক্ষ্য করে ইসরাইলি বাহিনী রাবার বুলেট ও টিয়ার শেল নিক্ষেপ করলে, আহত হন বেশ কয়েকজন। চলে ধরপাকড়ও।

বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম জানায়, এ ঘটনার পর মসজিদের সামনে ইসরাইলি নিরাপত্তা বাহিনীর বিপুলসংখ্যক সদস্য মোতায়েন করা হয়েছে। শুক্রবার জুমার নামাজ ঘিরে সেখানে আবারও উত্তেজনার আশঙ্কা করছে কর্তৃপক্ষ।

গেল মাসে পবিত্র আল-আকসা মসজিদ প্রাঙ্গণে ইসরাইলি পুলিশ এবং ফিলিস্তিনিদের মধ্যে টানা কয়েকদিনের সংঘর্ষে আহত হন তিন শতাধিক। আটক হন কয়েক’শ।

এদিকে ইসরাইলের মধ্যাঞ্চলে গুলি ও ছুরিকাঘাতে বেশ কয়েকজন হতাহত হওয়ার খবর পাওয়া গেছে। বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম জানায়, বৃহস্পতিবার স্থানীয় সময় রাতে তেল আবিব থেকে প্রায় ১৫ কিলোমিটার দূরের ইলাদ শহরে এ হামলা চালানো হয়।

এ ঘটনার পরপরই দুই হামলাকারী পালিয়ে যায় বলেও জানানো হয়। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। হামলাকারীদের ধরতে এরইমধ্যে অভিযান শুরু করেছে ইসরাইলি নিরাপত্তা বাহিনী।