ইউক্রেনে পারমাণবিক অস্ত্র ব্যবহার করবে না রাশিয়া

রাশিয়া ইউক্রেনে পারমাণবিক অস্ত্র ব্যবহার করবে না। শুক্রবার (৬ মে) রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আলেক্সাই জায়েতসেভ এই মন্তব্য করেছেন। খবর বিবিসির।

সাংবাদিকদের আলেক্সাই বলেন, ‘পশ্চিমা কর্মকর্তারা সাম্প্রতিক প্রকাশ্যে আলোচনা করছে রাশিয়া ইউক্রেনে পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে পারে-যা প্রাসঙ্গিক নয়।’

গত ১৪ এপ্রিল সিআইএ গোয়েন্দা পরিচালক উইলিয়াম বার্নস বলেন, ইউক্রেন যুদ্ধে রাশিয়ার কৌশলগত পারমাণবিক অস্ত্র ব্যবহারের হুমকিকে ‘আমরা কেউই হালকাভাবে নিতে পারি না’।

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযানের ঘোষণা দেন। এরপর আজ পর্যন্ত টানা ৭২ দিনের মতো চলছে দেশ দুইটির সংঘাত।

এতে দুই পক্ষের বহু হতাহতের খবর পাওয়া যাচ্ছে। তবে যুদ্ধ বন্ধে এখন পর্যন্ত কোনো লক্ষণ নেই।