রাশিয়ার ২৬ হাজার ৩৫০ সেনা নিহত: ইউক্রেন

যুদ্ধে রাশিয়ার এখন পর্যন্ত ২৬ হাজার ৩৫০ জন সেনা নিহত হয়েছে। ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় তাদের সর্বশেষ আপডেটে এই তথ্য জানিয়েছে। বুধবার (১১ মে) বিবিসির লাইভ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

এছাড়া দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় আরও জানিয়েছে, রাশিয়ার ১ হাজার ১৮৭টি ট্যাঙ্ক, ২ হাজার ৮৫৬টি সাঁজোয়া যান, ৫২৮টি আর্টিলারি সিস্টেম, ১৮৫টি মাল্টিপল লঞ্চ রকেট সিস্টেট, ৮টি প্রতিরক্ষা ব্যবস্থা,

১৯৯টি বিমান, ১৬০টি হেলিকপ্টার, ২৯০টি মানবহীন আকাশযান, ৯৪টি ক্রুজ মিসাইল, ১২টি জাহাজ বা বোট, ১ হাজার ৯৯৭টি মটর গাড়ি এবং ট্যাঙ্ক ট্রাক এবং ৪১টি বিশেষ সরঞ্জাম ইউনিট ধ্বংস হয়েছে।

তবে ইউক্রেনের এই দাবি নিয়ে বিবিসির পক্ষ থেকে সত্যতা যাচাই করা সম্ভব হয়নি বলে প্রতিবেদনে বলা হয়েছে। গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযানের ঘোষণা দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

এরপর আজ পর্যন্ত টানা ৭৭ দিনের মতো চলছে দেশ দুইটির সংঘাত। এতে দুই পক্ষের বহু হতাহতের খবর পাওয়া যাচ্ছে। তবে যুদ্ধ বন্ধে এখন পর্যন্ত কোনো লক্ষণ নেই। উল্টো পূর্ব ইউক্রেনে দেশ দুইটির মধ্যে সংঘাত ক্রমশ জোরদার হয়েছে।