পদ্মা সেতু পাশে জাদুঘর নির্মাণের নির্দেশ

hasina
ফাইল ছবি

প্রধানমন্ত্রী পদ্মা সেতু পাশে একটি জাদুঘর নির্মাণের নির্দেশনা দিয়েছেন বলে জানিয়েছেন পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম। সেতু নির্মাণে জড়িত সবার সঙ্গে প্রধানমন্ত্রীর গ্রুপ ছবি সংরক্ষিত থাকবে বলে জানিয়েছে ।

আজ মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠক শেষে প্রতিমন্ত্রী এ তথ্য জানান।

তিনি বলেন, ‘পদ্মা সেতুর সঙ্গে জড়িত শ্রমিক থেকে শুরু করে সচিব পর্যন্ত সবার সঙ্গে প্রধানমন্ত্রী গ্রুপ ছবি তুলবেন এবং সেই ছবি জাদুঘরে সংরক্ষিত থাকবে।’

ওই মিউজিয়ামে প্রকল্পে ব্যবহৃত উপকরণ, যন্ত্রাংশ এমনকি একটি কোদালও সংরক্ষিত থাকবে বলে জানান পরিকল্পনা প্রতিমন্ত্রী।

রাজধানীর শেরে বাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এই সংবাদ সম্মেলনে পরিকল্পনা সচিব প্রদীপ রঞ্জন চক্রবর্তী, আইএমইডি সচিব আবু হেনা মুরশেদ জামান এবং ভৌত অবকাঠামো বিভাগের সদস্য মামুন-আল-রশীদসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

প্রতিমন্ত্রী বলেন, ‘বৈঠকে প্রধানমন্ত্রী হাওড় অঞ্চলে কালভার্টের পরিবর্তে উচু সেতু এবং সড়কের পরিবর্তে এলিভেটেট এক্সপ্রেসওয়ে নির্মাণের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।’

এছাড়া প্রধানমন্ত্রী বৈঠকে ঘূর্ণিঝড় প্রবণ এলাকায় বিদ্যুতের লাইন ভূগর্ভস্থ লাইন নির্মাণের নির্দেশনা দিয়েছেন বলে জানান প্রতিমন্ত্রী।