রাশিয়ার আক্রমণ শুধু ইউক্রেনে নয়

আগামী দিনগুলোতে ইউক্রেনে রাশিয়ার আক্রমণ আরও তীব্র হবে বলে সতর্ক করেছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। রোববার রাতে ইউক্রেনের রাজধানী কিইভ থেকে দেওয়া এক ভাষণে জেলেনস্কি ইইউ-র সদস্য হতে তার দেশের ‘ঐতিহাসিক’ লক্ষ্য পূরণে কাজ করে যাওয়ার অঙ্গীকার করেছেন।

জেলেনস্কি ইইউ সদস্যদের সতর্ক করে বলেন, আগামী দিনে তাদেরও মস্কোর প্রতিশোধের মুখে পড়তে হবে। নিশ্চিতভাবেই, আমাদের ধরেই নিতে হবে, রাশিয়ার থেকে আরো তীব্র আক্রামণাত্মক পদক্ষেপ আসছে এবং সেটা শুধু ইউক্রেনের দিকে নয় বরং ইউরোপের অন্যান্য দেশের দিকেও।

ইউক্রেনকে সদস্য হিসেবে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) গ্রহণ করবে কি না তা জানা যাবে এ সপ্তাহেই। সদস্যপদ নিয়ে এ দোলাচলের মধ্যেই আগামী দিনগুলোতে রাশিয়ার তীব্র আক্রমণের আশংকা করছেন জেলেনস্কি। তার আশংকা, বিধ্বংসী হামলা চালাতে পারে রাশিয়া, যা হয়তো কল্পনাতীত।

জেলেনস্কি বলেন, তবে আমি আপনাদের (নাগরিকদের) বলছি আমাদের বাহিনী এজন্য প্রস্তুতি নিচ্ছে এবং যেকোনো ধরনের নতুন আক্রমণ প্রতিহত করতে প্রস্তুত আছে।

গত ২৪ ফেব্রুয়ারি রাশিয়া ইউক্রেনে আক্রমণের চারদিন পর কিইভ ইইউর সদস্যপদ পেতে আনুষ্ঠানিকভাবে আবেদন করে। গত সপ্তাহে ইইউর নির্বাহী কমিটি ‘ইউরোপিয়ান কমিশন’ ইউক্রেনের আবেদনে অনুমোদন দিয়েছে।

এখন এটি ইইউর সদস্যভুক্ত দেশগুলোর নেতাদের নিয়ে গঠিত পর্ষদ ‘ইউরোপিয়ান কাউন্সিল’এর অনুমোদন পাওয়ার অপেক্ষায়। আগামী বৃহস্পতিবার ও শুক্রবার ব্রাসেলসে এক সম্মেলনে এ বিষয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।

জেলেনস্কি বলেন, আমি মনে করি এটা এখন সবার কাছেই স্পষ্ট যে, ১৯৯১ সাল থেকে ইউক্রেনের জন্য এমন কিছু অবশ্যম্ভাবী সিদ্ধান্ত হওয়াই ছিল, যেমনটি এখন আমরা আশা করছি এবং আমি বিশ্বাস করি, একমাত্র একটি ইতিবাচক সিদ্ধান্তে পুরো ইউরোপের স্বার্থ রক্ষা করতে পারবে।

 

যুক্তরাজ্যের নতুন সেনাপ্রধান জেনারেল প্যাট্রিক স্যান্ডার্সও একই ধরনের কথা বলেছেন। ইউক্রেনে আগ্রাসনের প্রেক্ষাপটে নতুন হুমকির মুখে রণক্ষেত্রে রাশিয়াকে মোকাবেলায় ইউরোপে আবার একটি যুদ্ধের জন্য যুক্তরাজ্যের সেনাদের প্রস্তুত হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।