যশোরে জেলি পুশ করা চিংড়ি মাছ জব্দ করা হয়েছে।র্যাব আজ জানায়, গত বুধবার রাতে রাজারহাট এলাকায় অভিযান চালিয়ে একটি মাছের ট্রাক থেকে চারটি ককসিট ভর্তি চিংড়ি মাছ জব্দ করা হয়। র্যাব-৬ যশোরের কোম্পানী কমান্ডার নাজিউর রহমান প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানান, যশোর সদর উপজেলা নির্বাহী অফিসার ও যশোর জেলা মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে মণিরামপুর উপজেলার কপালিয়া গ্রামের নুরুজ্জামানের ছেলে হোসাইন সরদারের কাছ থেকে ৩০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
কোম্পানী কমান্ডার লেঃ নাজিউর রহমান, গোপন সংবাদের প্রেক্ষিতে তারা জানতে পারেন একটি ট্রাকে জেলি পুশকরা চিংড়ি মাছ মণিরামপুর হয়ে যশোরের দিকে আসছে। তাৎক্ষনিক তারা রাজার হাট এলাকায় অবস্থান নেন। সাড়ে সাতটার পর একটি মাছ ট্রাক ভর্তি ( ঢাকা মেট্রো-ড-১৪-৭৯৫৭ ) তল্লাশি করা হয়। ওই ট্রাকের মধ্যে চারটি কর্কসিটে থাকা চিংড়ি মাছে জেলি পুশ করার বিষয়টি প্রমান পাওয়া যায়।
এক পর্যায় তারা স্বীকারও করেন। পরে তাদেরকে জরিমানা করা হয় ও সব মাছ ধ্বংস করা হয়। এসময় র্যাবের স্কোয়াড কমান্ডার এএসপি এইচ. এম শফিকুর রহমান ও যশোর জেলা মৎস্য অফিসার উপস্থিত ছিলেন।