বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু অভিযোগ করে বলেছেন, উত্তরাঞ্চলের মানুষের প্রাণ যমুনা সেতুর ভিত্তি উদ্বোধনের দিন আওয়ামী লীগ হরতাল দিয়েছিল, কর্ণফুলী সেতু উদ্বোধনের সময় হরতাল দিয়েছিল। তারা এখন বড় বড় কথা বলেন। পদ্মায় লালন শাহ সেতু উদ্বোধন করেছে খালেদা জিয়া কিন্তু এমন মচ্ছব করা হয়নি।
পদ্মা সেতু উৎসবের সমালোচনা করে দুলু বলেন, বন্যায় মানুষ মরছে আর টাকা খরচ করে উৎসব করা হচ্ছে। এটা দুর্ভাগ্যজনক।
সোমবার দুপুরে নাটোর শহরের আলাইপুর জেলা বিএনপি কার্যালয়ে সদর উপজেলা বিএনপির দ্বি বার্ষিক সম্মেলনে প্রধান অতিথি হিসাবে এ অভিযোগ করেন দুলু।
সদর উপজেলা বিএনপির আহ্বায়ক রফিকুল ইসলামের সভাপতিত্বে সম্মেলনে বিএনপি নেত্রী সাবিনা ইয়াসমিন ছবি, নাটোর জেলা বিএনপির আহবায়ক আমিনুল হক, সদস্য সচিব রহিম নেওয়াজ সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ২০০৯ সালে জাতীয়তাবাদী দল বিএনপি’র নাটোর সদর উপজেলা শাখার দ্বি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হয়। পরে ২০২০ সালের ২০ ফেব্রুয়ারি পুরাতন কমিটি ভেঙে দিয়ে আহ্বায়ক কমিটি গঠন করা হয়। করোনা প্রাদুর্ভাবের কারণে দ্বি-বার্ষিক কাউন্সিল সম্পন্ন করা সম্ভব হয়নি।