ইসরায়েলে সংসদ বিলুপ্ত, নির্বাচন নভেম্বরে

বৃহস্পতিবার সংসদ বিলুপ্ত করার জন্য ভোট অনুষ্ঠিত হয়। এতে আইনপ্রণেতারা সংসদ বিলুপ্ত করার পক্ষে ভোট দেন। এর পর দেশটিতে ১ নভেম্বর নির্বাচন অনুষ্ঠিত হবে বলে ঘোষণা দেওয়া হয়।ইসরায়েলের সংসদ বিলুপ্ত করে দেওয়া হয়েছে এবং দেশটিতে নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী নভেম্বর মাসে। দেশটিতে এটি হতে যাচ্ছে চার বছরের মধ্যে পঞ্চম নির্বাচন।

সংসদ বিলুপ্ত হওয়ায় দেশটির পররাষ্ট্রমন্ত্রী ইয়াইর লাপিদ রাতেই তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেবেন। ইসরায়েলের সবচেয়ে কম সময় প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করা নাফতালি বেনেটের স্থলাভিষিক্ত হবেন লাপিদ।

দেশটিতে চতুর্থ নির্বাচনের পর আট দল মিলে যে জোট সরকার গঠিত হয়েছিল সংসদ বিলুপ্তির মাধ্যমে এর পতন ঘটল।

এদিকে বুধবার বেনেট জানিয়েছিলেন, আগামী নির্বাচনে তিনি অংশ নেবেন না। তবে বেনয়ামিন নেতানিয়াহু ফের ক্ষমতা দখলের চেষ্টা চালিয়ে যাবেন বলে ধারণা করা হচ্ছে।

ইসরায়েলি সংবাদমাধ্যমের জরিপে দেখা যাচ্ছে, নেতানিয়াহু ও তার মিত্ররা ভালো আসন লাভ করবেন। তবে, এটি পরিষ্কার নয় যে, তারা সরকার গঠনে ১২০ আসনের মধ্যে প্রয়োজনীয় ৬১ আসন নিশ্চিত করতে পারবেন কিনা। যদি কেউ সংখ্যাগরিষ্ঠতা না পায় তবে আবারও দেশটিতে নির্বাচন আয়োজন করতে হবে।