বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, দায়িত্বশীল দলের নেতাকর্মী হিসেবে আমাদের দায়িত্ব জনগণের পাশে থাকা। কারণ মানুষ মানুষের জন্য। কিন্তু বর্তমান সরকার মানুষের জন্য না।
তিনি আরও বলেন, বেগম খালেদা জিয়া গৃহবন্দী, আর সুনামগঞ্জবাসী পানিবন্দী। পানিবন্দী আর গৃহবন্দীর মধ্যে তফাৎ নেই। আমরা দুস্থ, আপনারও দুস্থ।
শনিবার (২ জুলাই) দুপুরে সুনামগঞ্জ সদর উপজেলার গৌরারং ইউনিয়নের রাধানগর বাজারে ‘নারী ও শিশু অধিকার ফোরামে’র পক্ষ থেকে বন্যার্তদের মধ্যে অর্থ বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।
বরগুনার পাথরঘাটায় মাছ শিকার, ট্রলারসহ ৬ জেলে আটকবরগুনার পাথরঘাটায় মাছ শিকার, ট্রলারসহ ৬ জেলে আটক
সুনামগঞ্জ সদর উপজেলার রাধানগর, লালপুর, টুকের বাজার, জগাইরগাঁওসহ আশপাশের এলাকার পাঁচ শতাধিক নারীকে ৫০০ শত টাকা করে সহায়তা প্রদান করা হয়।
অনুষ্ঠানে নারী ও শিশু অধিকার ফোরামের কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব নিপুণ রায়, সুনামগঞ্জ জেলা বিএনপির সভাপতি কলিম উদ্দিন আহমেদ মিলন ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নুরুল প্রমুখ বক্তব্য রাখেন।