যশোরে চোরাই রিকসা ভ্যান এবং মালামাল উদ্ধার

jessore map

যশোর কোতয়ালি থানা পুলিশ সদর উপজেলার নুরপুর ডাকাতিয়া দক্ষিণপাড়া গ্রামের একটি বাড়ি থেকে চোরাই একটি রিকসা ও একটি ভ্যান এবং কিছু মালামাল উদ্ধার করেছে। তবে এই ঘটনায় অভিযুক্ত রবিউল গাজীকে (৩৫) আটক করতে পারেনি পুলিশ। তিনি ওই গ্রামের জামাল গাজী ওরফে কানা জামালের ছেলে। এই ঘটনায় কোতয়ালি থানায় একটি মামলা হয়েছে।
কোতয়ালি থানার এসআই আফম মানিরুজ্জামান জানিয়েছেন, বৃহস্পতিবার সকাল ১০দিকে গোপন সূত্রে সংবাদ পেয়ে রবিউলের বাড়িতে অভিযান চালানো হয়। তবে অভিযানে সংবাদ আগেই টের পেয়ে সে পালিয়ে যায়। কিন্তু তার বাড়ির মধ্যে থেকে ব্যাটারি চালিত একটি নীল রং এর রিকসা ও একটি সবুজ রং এর ভ্যান এবং কিছু যন্ত্রপাতি উদ্ধার করা হয়। যার মূল্য ৮০ লাখ টাকা।
এসআই মনিরুজ্জামান আরো জানিয়েছেন, আসামি রবিউল একজন চিহ্নিত চোর। সে বিভিন্ন এলাকা থেকে চুরি করা রিকসা ভ্যান বাড়িতে নিয়ে তা পাল্টিয়ে ফেলে। এবং পরে তা বিক্রি করে। তার বিরুদ্ধে ঝিনাইদহ সদর থানায় একটি এবং কোতয়ালি থানায় আরো ৪টি মোট ৫টি চুরি মামলা আছে।