যশোরে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে সংবাদ সম্মেলন

jessore map

যশোর জেলায় ২০২০-২০২১ অর্থ বছরে যশোর চাহিদার তুলনায় ১ লাখ ৫৯ হাজার ২৬৯ দশমিক ১৪ মেটিকটন বেশি উৎপাদন হয়েছে। মাছের চাহিদা ছিল ৬৫ হাজার ৫৮৯ মেট্রিকটন। মাছ উৎপাদন হয়েছে ২ লাখ ২৪ হাজার ৮৫৮ দশমিক ১ মেট্রিকটন। ওই বছরে ৯ হাজার ৩০১ দশমিক ৮৯ মেট্রিক মাছ বিদেশে রপ্তানি করে ৩ কোটি ৬৭ লাখ ৭০ হাজার ১৫৫ মার্কিন ডলার আয় হয়েছে।

৮ হাজার ৭৬৪ মেট্রিকটন মাছ আমদানীতে ব্যয় হয়েছে ৫৮ লাখ ৭৮ হাজার ৮৫২ মার্কিন ডলার। জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে জেলা মৎস্য ভবনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে সভাপতির বক্তব্যে এতথ্য জানান জেলা মৎস্য কর্মকর্তা ফিরোজ আহমেদ।
তিনি জানান, জেলায় মোট চিংড়ী উৎপাদন ৮ হাজার ৪৩৪ দশমিক ৩০ মেট্রিকটন। মৎস্য চাষী রয়েছে ৮৮ হাজার ৭৬২জন, বিক্রেতা ৩ হাজার ৪৫৩ জন, পোনা বিক্রেতা ১ হাজার ১৫৫জন, মৎস্যজীবীর সংখ্যা ৪১ হাজার ৭৭৩জন, নিবন্ধিত জেলের সংখ্যা ১৭ হাজার ১৮১ জন, মৎস্য খাদ্য কারখানা ৫টি, খাদ্য আমদানি কারক ২ জন ও মৎস্য খাদ্য বিক্রেতা রয়েছে ২০৮ জন।

তিনি আরো জানান, মৎস্য সপ্তাহ উপলক্ষে ২৪ জুলাই রোববার সকালে র‌্যালি,এরপর আলোচনা সভা, স্থাণীয় পর্যায়ের সফল মৎস্য চাষী, ব্যক্তি, উদ্যোক্তা পও প্রতিষ্ঠানের মাঝে পুরস্কার বিতরণ। বেলা ১২ টায় পোনা শাছ অবমুক্তকরণ, সন্ধ্যা ছয়টায় মৎস্য সেক্টওে বর্তমান সরকারের অগ্রগতি ও সাফল্য বিষয়ে নির্মিত প্রামান্য চিত্র প্রদর্শন, ২৫ জুলাই প্রান্তিক পর্যায়ে মৎস্য চাষী ও মৎস্যজীবীদের সাথে মতবিনিময়, ২৬ জুলাই অবৈধ জালের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা, ২৭ জুলাই উপজেলার গুরুত্বপূর্ণ এলাকার মৎস্য চাষিদেও মাছ চাষ বিষক বিশেষ পরামর্শ সেবা প্রদান, পুকুরের মাটি ও পানি পরীক্ষা।

২৮ জুলাই সুফল ভোগীদের প্রশিক্ষণ,বিভিন্ন উপকরণ বিতরণ। ২৯ জুলাই জাতীয় মৎস্য সপ্তাহের মূল্যায়ন ও সমাপণী অনুষ্ঠান। আরো বক্তব্য রাখেন জেলা মৎস্য অফিসের সহকারী পরিচালক মাহাবুবুর রহমান, মৎস্য গবেষণা কেন্দ্রের উধ্বর্তণ বৈজ্ঞানিক কর্মকর্তা আশরাফুল হক। উপস্থিত ছিলেন মৎস্য সাদু পানি উপকেন্দ্রের বৈজ্ঞানিক কর্মকর্তা অনিক তালুকদার, সদর উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা সাইদুর রহমান, জেলা মৎস্য জীবী লীগের আহবায়ক আবু তোহা প্রমুখ।