মহেশপুরে অস্ত্র ও গুলিসহ আটক ২

ঝিনাইদহের মহেশপুর উপজেলার জাগুশা গ্রামারে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে বিদেশী পিস্তল ও ফেন্সিডিলসহ ২ জনকে আটক করেছে র‌্যাব-৬।

শুক্রবার রাতে মধ্যরাতে তদের আটক করা হয়। আটককৃতরা হলেন-যশোর কোতয়ালী থানার রামনগর গ্রামের মহাম্মদ আলীর ছেলে ফরহাদ হোসেন (৩৩) ও বাঘারপাড়া উপজেলার বেতলাপাড়া গ্রামের শওকত আলীর ছেলে মিলন হোসেন (৩৮)।

ঝিনাইদহ র‌্যাব-৬, সিপিসি-২ ক্যাম্পের কোম্পানী কমান্ডার মেজর মোঃ শরিফুল আহসান জানায়, যশোর থেকে মোটর সাইকেল যোগে ঝিনাইদহের মহেশপুরে মাদক পাচার করা হচ্ছে এমন খবরে অভিযান জাগুশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে চেকপোস্ট বসায় তারা। সেসময় তল্লাসী করে মিলন হোসেন ও ফরহাদ হোসেন নামের ২ জনকে আটক করা হয়। তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ১ টি বিদেশী পিস্তল ও ৬০ বোতল ফেন্সিডিল। জব্দ করা হয় মোটর সাইকেল ও নগদ টাকা। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে। বিকেলে তাদেরকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে।