গোডাউনে পাওয়া প্রায় ১২ হাজার লিটার ডিজেল-পেট্রল ১২ লাখ টাকায় বিক্রি

ময়মনসিংহের ফুলবাড়িয়ায় কেশরগঞ্জ বাজারে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে জব্দ করা প্রায় ১২ হাজার লিটার ডিজেল ও পেট্রল নিলামে সাড়ে ১২ লাখ টাকায় বিক্রি করা হয়েছে।

মঙ্গলবার ইউএনও নাহিদুল করিম বেলা ১১টায় জব্দ করা তেল নিলামে ১২ লাখ ২৯ হাজার ৮৭২ টাকায় বিক্রি করেন।

এ সময় উপজেলা যুব উন্নয়ন অফিসার নুর মোহাম্মদ, ইউপি চেয়ারম্যান মোজাম্মেল হোসেন উপস্থিত ছিলেন।

জানা গেছে, কুমিল্লা থেকে আনা এসব চোরাই তেল কমদামে কিনে এনে বেশি দামে দামে বিক্রির জন্য মজুত করে রাখা হয়েছিল।

গত রোববার (৭ আগস্ট) বিকেলে উপজেলার কেশরগঞ্জ বাজারে ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নাহিদুল করিম অভিযান চালিয়ে ৩ জন তেল ব্যাবসায়ীর গুদামঘর থেকে অবৈধভাবে মজুদ করা ৭ হাজার ২শ ৯০ লিটার ডিজেল ও ৪ হাজার ৫শ লিটার পেট্রল জব্দ করেন। অবৈধভাবে তেল মজুদ রাখার দায়ে তিন ব্যবসায়ী ইসমাইল হোসেন, আলী হোসেন ও ওমর ফারুকের বিরুদ্ধে পৃথকভাবে তিনটি মামলা করেন।