যশোরে পিতাকে গালি দেয়ার প্রতিবাদ করায় প্রতিপক্ষের হামলার শিকার

 

যশোরে পিতাকে গালি দেয়ার প্রতিবাদ করায় প্রতিপক্ষের হামলার শিকার রুবেল হোসেন (২৮) নামে এক যুবক কোতয়ালি থানায় মামলা করেছেন। এই ঘটনায় পুলিশ পিতা-পুত্রকে আটক করেছে।

রুবেল সদর উপজেলার ইছালী ফুলবাড়ি গ্রামের আব্দুল মান্নানের ছেলে। তিনি এই ঘটনায় ৫জনের নামে কোতয়ালি থানায় মামলা করেন।আটক দুইজন হলো, একই গ্রামের শফিয়ার রহমান (৫০) ও তার ছেলে ইমরান হোসেন (২৭)। এছাড়া অন্যা আসামিরা হলো, শফিয়ারের অপর ছেলে জুয়েল (২৫), মেয়ে রতœা খাতুন (২২) এবং শফিয়ারের স্ত্রী সুফিয়া বেগম (৪৫)।

এজাহারে রুবেল উল্লেখ করেছেন, আসামিদের সাথে জমি নিয়ে তাদের পূর্ব শত্রুতা চলে আসছে। এ কারনে আসামিরা তাদের প্রায় সময় গালিগালাজ করে এবং ক্ষতির চেষ্টা করে। গত ১৬ আগস্ট বিকেলে তার পিতাকে ডেকে নিয়ে তার চাচার বাড়ির সামনে যায়। সেখানে গিয়ে তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে। তিনি প্রতিবাদ করলে আসামিরা ক্ষিপ্ত হয়ে তার ওপর হামলা চালায়। তাকে কিল ঘুষি মারে। এরপর বাঁশের লাঠি, লোহার রড, দা’দিয়ে হামলা চালিয়ে রক্তাক্ত জখম করে। সে সময় তার মা রেক্সনা বেগম ঠেকাতে গেলে তাকেও মারপিট করে।