কূটনৈতিক তৎপরতা জোরদার বিএনপির

bnp logo

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে কূটনৈতিক তৎপরতা জোরদার করছে বিএনপি। এজন্য বিভিন্ন কর্মকৌশল গ্রহণ করা হয়েছে। দলের কয়েকজন সিনিয়র নেতা নিয়মিত কূটনীতিকদের সঙ্গে যোগাযোগ রাখছেন। এছাড়া ঢাকার বিভিন্ন দূতাবাসে গিয়ে বিরোধী দলের নেতাকর্মীদের ওপর হামলা-মামলা-নিহতের সুনির্দিষ্ট তথ্যসহ দেশের পরিস্থিতি অবহিত করার সিদ্ধান্তও নিয়েছে দলটি।

 

এরই অংশ হিসাবে বুধবার ঢাকায় নিযুক্ত যুক্তরাজ্যের হাইকমিশনারের সঙ্গে বৈঠক করেছেন নেতারা। ইতোমধ্যে বেশ কয়েকটি দেশের দূতাবাসের সঙ্গে যোগাযোগ করেছে দলটির আন্তর্জাতিক সম্পর্কবিষয়ক কমিটি। তাদের সঙ্গে ধারাবাহিকভাবে বৈঠকের কথা রয়েছে। বিএনপির একাধিক নীতিনির্ধারকের সঙ্গে আলাপ করে জানা গেছে এসব তথ্য।

আগামী জাতীয় নির্বাচন কতটা গুরুত্বপূর্ণ, তা কূটনীতিকদের কাছে তুলে ধরা হবে বলে যুগান্তরকে জানিয়েছেন বিএনপির আন্তর্জাতিক সম্পর্কবিষয়ক কমিটির এক সদস্য। তিনি জানান, র‌্যাব এবং এর সাবেক ও বর্তমান সাত কর্মকর্তাকে যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা দেওয়ার পর সরকার চাপে আছে। নির্দলীয় ও নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় নির্বাচনের যে দাবি, তা বাস্তবায়নে সরকারের ওপর আরও চাপ তৈরি করতে কূটনৈতিক তৎপরতা বাড়ানো হয়েছে।

 

বুধবার দুপুরে রাজধানীর বারিধারায় যুক্তরাজ্যের দূতাবাসে হাইকমিশনারের সঙ্গে দেখা করেন বিএনপি নেতারা। এ সময় দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছাড়াও উপস্থিত ছিলেন বিএনপির আন্তর্জাতিক সম্পর্কবিষয়ক কমিটির চেয়ারম্যান ও স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক শ্যামা ওবায়েদ ও নির্বাহী কমিটির সদস্য তাবিথ আউয়াল।

 

সূত্র জানায়, তেল-গ্যাসের মূল্যবৃদ্ধি ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে চলমান কর্মসূচিতে হামলা-মামলা ও নিহতের তথ্য তুলে ধরতেই কূটনীতিকদের সঙ্গে ধারাবাহিক বৈঠক করবে বিএনপি। এসব বৈঠকে সাম্প্রতিক সময়ে বিভিন্ন কর্মসূচিতে হামলা, তিন নেতাকে গুলি করে হত্যা, নেতাকর্মীদের বাড়ি ও ব্যবসায়িক প্রতিষ্ঠানে হামলা, মামলা দিয়ে বাড়ি বাড়ি তল্লাশি ও গ্রেফতারের বিষয়ে গুরুত্ব দেওয়া হবে।

 

এ সংক্রান্ত ছবিসহ সার্বিক বিষয়ে তথ্য সংগ্রহ করতে আগেই পুলিশের সাবেক একজন আইজিসহ চার কর্মকর্তাকে দায়িত্বও দেয় দলটি। তারা সারা দেশের হামলা-মামলা-নিহতের তথ্য সংগ্রহ করেছেন। কূটনীতিকদের সঙ্গে বৈঠকে পরিস্থিতির বর্ণনাসহ হামলা-মামলা-নিহতের ঘটনা সুনির্দিষ্টভাবে লিখিত আকারে দেবেন। এর সঙ্গে এসব ঘটনার ছবিও সংযুক্ত থাকবে জানিয়ে দলটির আন্তর্জাতিক সম্পর্কবিষয়ক কমিটির আরেকজন সদস্য জানান, বিশেষ করে নারায়ণগঞ্জে পুলিশের কর্মকর্তা কনকের চাইনিজ রাইফেল দিয়ে গুলি করার ছবি থাকবে।

 

জানতে চাইলে বিএনপির আন্তর্জাতিক সম্পর্কবিষয়ক কমিটির চেয়ারম্যান ও দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী যুগান্তরকে বলেন, বাংলাদেশে গণতন্ত্র নেই। আইনের শাসন এবং মানুষের জীবনের নিরাপত্তা নেই। মানবাধিকার লঙ্ঘন হচ্ছে, গুম-খুন, হত্যা হচ্ছে। এসব কিন্তু কোনো অভ্যন্তরীণ বিষয় নয়, আন্তর্জাতিক বিষয়। সারা বিশ্ব এসব অবগত। বিশ্বের যে কোনো শক্তি এবং বাংলাদেশের ভেতরে ও বাইরের আন্তর্জাতিক সংগঠন যারা গণতন্ত্রের পক্ষে, মানবাধিকারের পক্ষে, সুশাসনের পক্ষে, তারা বাংলাদেশে যা চলছে তা সম্পর্কে সবই অবগত। বিএনপির সঙ্গে সবার যোগাযোগ আছে। কারণ এটি করা বিএনপির নৈতিক দায়িত্ব। যারা অবগত, এ নিয়ে কাজ করেন, তাদের সঙ্গে অব্যাহতভাবে আমাদের সঙ্গে যোগাযোগ আছে এবং থাকবে।

 

সূত্রমতে, গত সোমবার রাতে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির ভার্চুয়াল বৈঠকে সারা দেশের চলমান বিক্ষোভ কর্মসূচি নিয়ে পর্যালোচনা করা হয়। এতে স্থায়ী কমিটির একজন সদস্য বলেন, প্রধানমন্ত্রী বিরোধী দলের কর্মসূচিতে বাধা না দেওয়ার নির্দেশনার পরপরই সারা দেশে চলমান বিক্ষোভ সমাবেশে হামলার ঘটনা বেড়ে গেছে। বিষয়টি একদিকে যেমন উদ্বেগের, অন্যদিকে এর পেছনে কারণ কী, তাও বিশ্লেষণ করা দরকার।

 

আরেক স্থায়ী কমিটির সদস্য বলেন, নির্বাচনের অনেক আগেই ক্ষমতাসীন দল মাঠ তৈরি করতে বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি করতে চায়। তাই তাদের ফাঁদে পা না দিয়ে ধীরে ধীরে শান্তিপূর্ণভাবে আন্দোলন কর্মসূচি নিয়ে সামনে এগোনোর পরামর্শ দেন তিনি। বৈঠকে ঢাকায় নিযুক্ত বিদেশি দূতাবাসে হামলা-মামলা-নিহতের ঘটনাসহ সার্বিক পরিস্থিতি সম্পর্কে অবহিত করার সিদ্ধান্ত হয়।

 

আগামী শনিবার পর্যন্ত সারা দেশের থানা-উপজেলা-পৌর-ইউনিয়ন পর্যন্ত বিক্ষোভ সমাবেশের কর্মসূচি রয়েছে বিএনপির।