যশোরে ডা. মীর আবু মাউদের দুর্নীতির তদন্ত ২০ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে

jessore map

মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) যশোর সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মীর আবু মাউদের বিরুদ্ধে ওঠা দুর্নীতির তদন্ত অনুষ্ঠিত হবে। যশোরের ডেপুটি সিভিল সার্জন ডাঃ নাজমুস সাদিক প্রেরিত এক চিঠিতে একথা বলা হয়েছে। চিঠিতে উল্লেখ করা হয়েছে সকাল ১০ টায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়ে এ তদন্ত কাজ সম্পন্ন করা হবে। তদন্তের সাথে সংশ্লিষ্ট সকলকে উপস্থিত থেকে তদন্ত বোর্ডকে সার্বিক সহযোগিতার জন্য অনুরোধ করা হয়।
সম্প্রতি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মীর আবু মাউদের বিরুদ্ধে করোনা কালীন সময়ে স্বাস্থ্য সহকারীদের টাকা আত্মসাৎসহ নানা দুর্নীতির অভিযোগ ওঠে। এনিয়ে দৈনিক কল্যাণসহ বিভিন গণমাধ্যমে সংবাদ প্রকাশ হয়। সংবাদ প্রকাশের পর জেলা স্বাস্থ্য বিভাগ একটি তদন্ত কমিটি গঠন করে। যার প্রধান করা হয় ডেপুটি সিভিল সার্জন ডা. নাজমুস সাদিক রাসেলকে।