ঝিনাইদহ ০৩ অক্টোবর ঝিনাইদহ পৌরসভার নব-নির্বাচিত মেয়র কাউন্সিলরদের দায়িত্বভার গ্রহন করেছেন। সোমবাার দুপুরে পৌর মিলনাতায়নে অতিরিক্ত জেলা প্রশাসক ও পৌরসভার প্রশাসক ইয়ারুল ইসলাম সকল দায়িত্ব বুঝে দেন। এসময় নব-নির্বাচিত মেয়র কাইয়ূম শাহরিয়ার জাহেদী হিজল, কাউন্সিলরবৃন্দ, পৌরসভার কর্মকর্তা-কর্মচারী, সুশীল সমাজের প্রতিনিধি ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। দীর্ঘ ১১ বছর পর সী জটিলতা মামলা কাটিয়ে ঝিনাইদহ পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হয় গত ১১ সেপ্টেম্বর। রোববার খুলনা বিভাগীয় কমিশনারে কার্যালয়ে নব-নির্বাচিত প্রতনিধিরা শপথ গ্রহন করেন।