বিষয়খালী বাজার মন্ডপে কুমারী মেয়েদের উপস্থিতি আর দর্শনার্থীর ভিড়ে মহাষ্টমী পূজা সম্পন্ন 

শারদীয় দুর্গোৎসব ঘিরে সারাদেশের ন্যায় ঝিনাইদহ সদর উপজেলার বিষয়খালী বাজার সার্বজনীন পূজা মন্ডপে কুমারী মেয়েদের উপস্থিতি আর দর্শনার্থীর ভিড়ে আনন্দমুখর পরিবেশে মহাষ্টমী ও সন্ধিপূজা সম্পন্ন হয়েছে। সোমবার সকালে বিষয়খালী বাজার পূজা মন্ডপে শত-শত দর্শনার্থীর ভিড়ে মহাষ্টমী পূজা অনুষ্ঠিত হয়। সোমবার সকাল ৮ টা ৫৮ মিনিটে শুরু হয় দেবীর মহা অষ্টম্যাদি কল্পারম্ভ ও মহা অষ্টমী বিহিত প্রশস্ত, বীরাষ্টমী ব্রতোপবাস।এরপর দেবীর অষ্টমী বিহিত পূজা শেষে আয়োজন করা হয় পুষ্পাঞ্জলি, প্রসাদ বিতরণ ও ভোগ-আরতি।এরপর পুষ্পাঞ্জলি ও প্রসাদ বিতরণ শেষে বিকেল ৪ টা ৫ মিনিট থেকে ৪ টা ৫৩ মধ্যে সন্ধিপূজা অনুষ্ঠিত হয়।তবে আজকের প্রধান আকর্ষণই ছিল কুমারী পূজা। আজ কুমারী মেয়েদের আনাগোনায় মুখরিত হয়ে ওঠে পূজা মন্ডপ। সকালে বিষয়খালী বাজার সার্বজনীন পূজা মণ্ডপে মহা অষ্টমীপূজায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ-৪ আসনের সংসদ আনোয়ারুল আজিম আনার এমপি ।সেসময় উপস্থিত ছিলেন বিষয়খালী বাজার সার্বজনীন দূর্গা মন্দির কমিটির সভাপতি রবীন কুমার ভৌমিক, সাধারণ সম্পাদক পার্থ কুমার ঘোষ,কোষাধ্যক্ষ তাপস কুমার অধিকারীসহ স্থানীয় আওয়ামী লীগের ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। এছাড়াও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এ সময় উপস্থিত ছিলেন। অপরদিকে সন্ধিপূজায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ প্রেসক্লাবের সদস্য ও দৈনিক পথযাত্রা পত্রিকা এবং ওয়ান নিউজ বিডি’র ঝিনাইদহ জেলা প্রতিনিধি বসির আহাম্মেদ।এসময় উপস্থিত ছিলেন মন্দির কমিটির সভাপতি রবীন কুমার,কোষাধ্যক্ষ তাপস কুমার,সদস্য নয়ন কুমার,দিপু প্রমূখ। সনাতন ধর্মাবলম্বীদের প্রধান উৎসব শারদীয় দুর্গাপূজা।নৌকায় গমন করে ছুটে এসেছে দেবী দূর্গা।দেবীর গজে আগমন ফল শস্যপূর্ণ বসুন্ধরা।আগামী বুধবার দশমী পূজার মধ্যে দিয়ে হিন্দু সম্প্রদায়ের সবচে বড় ধর্মীয় উৎসব শারদীয় দূর্গাপুজার বিসর্জনের মধ্য দিয়ে সমাপ্তি ঘটবে। তাছাড়াও জেলার বিভিন্ন মন্দিরে মন্দিরে চলছে উৎসবের আমেজ।এবছর ঝিনাইদহ জেলার ৬ উপজেলায় ৪’শ ৪৫ টি পূজা মন্ডপে একযোগে অনুষ্ঠিত হচ্ছে শারদীয় দুর্গা পূজা।

পূজা মন্ডপ গুলোর নিরাপত্তা নিশ্চিতকরণে জেলা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি নেয়া হয়েছে। অন্যান্য বছরের মত পূজা মন্ডপ গুলোতে পুলিশ, আনসার-ভিডিপি সদস্যদের সার্বক্ষণিক নিরাপত্তায় নিয়োজিত থাকতে দেখা গেছে।ছাড়াও পুলিশের নিয়মিত টহল টিম নিরাপত্তার কাজে নিয়োজিত রয়েছে।চলতি দুর্গাপূজার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রশাসনের পাশাপাশি পুজা উদযাপন পরিষদের পক্ষ থেকেও মন্ডপে স্বেচ্ছাসেবকরা রাত-দিন দায়িত্ব পালন করছে বলে জানা গেছে।