সিঁদুর খেলায় মেতেছিল ঝিনাইদহের নারীরা

সিঁদুর খেলায় মেতেছিল ঝিনাইদহের নারীরা। দেবী দুর্গার বিদায়ের আগে দুপুরে বুধবার শহরের বারোয়ারি পূজা মন্দির, চাকলাপাড়া পূজা মন্দির, কালীতলা পূজা মন্দিরসহ বিভিন্ন স্থানের মন্ডপে মন্ডপে চলে সিঁদুর কোটা যাত্রা।সকালে পূজার্চনার পর দেয়া হয় পুষ্পাঞ্জলি। এরপরই হিন্দু বিবাহিত নারীরা দেবীর পায়ে লাল টকটকে সিঁদুর নিবেদন করেন। পরে সেই সিঁদুর একে অপরকে লাগিয়ে আগামী দিনের জন্য শুভ কামনা করেন। সেই সাথে স্বামী-সন্তানের মঙ্গল, স্বামী ও সন্তানের দীর্ঘায়ু কামনার পাশাপাশি অশুররূপী অপশক্তিকে বধ করতে দুর্গা দেবীর কাছে প্রার্থনা করেছেন।
মিতা সেন নামের এক নারী বলেন, আজ মহাবিজয়াদশমী আমরা সবায় মিলে খুব আনান্দ করছি। স্বামী ও সন্তানের নিয়ে যাতে ভালো থাকি মার কাছে সেই দোয়া করি। সিদুর একে অপরকে লাগিয়ে আগামী দিনের জন্য শুভ কামনা করছি। অশুররূপী অপশক্তিকে বধ করতে দুর্গা দেবীর কাছে প্রার্থনা করি। কবিতা রানী নামের এক নারী বলেন, আজ আমাদের দেবী মায়ের দুর্গার উৎসবের সমাপ্তির দিকে। পূর্ব কাল থেকে এ সিদুর খেলা হয়ে আসছে। তারই ধারাবহিকতায় আমরা সিদুর খেলা করছি। স্বামী, সন্তানের ও পরিবারের মধ্যে একটু শান্তি ফিরিয়ে আনার জন্য এই সিদুর খেলায় আসছি।