বাংলাদেশি ৩ শান্তিরক্ষী নিহতের ঘটনায় জাতিসংঘ মহাসচিবের শোক

মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রে তিন বাংলাদেশি শান্তিরক্ষী নিহত হওয়ার ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস।

মঙ্গলবার (৫ অক্টোবর) নিউ ইয়র্ক থেকে প্রকাশিত এক বিবৃতিতে মহাসচিব জানান, শান্তিরক্ষীদের ওপর হামলা আন্তর্জাতিক আইন অনুযায়ী যুদ্ধাপরাধের সামিল হতে পারে। তিনি মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র সরকারকে এর পিছনে জড়িতদের খুঁজে বের করার তাগিদ দেন।

আহত আরেক বাংলাদেশি শান্তিরক্ষীর দ্রুত আরোগ্য কামনা করে মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন গুতেরেস।

প্রসঙ্গত, গত সোমবার রাতে মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রে জাতিসংঘের তত্ত্বাবধানে পরিচালিত শান্তিরক্ষা কার্যক্রম পরিচালনা করার সময় বাংলাদেশি শান্তিরক্ষীদের একটি গাড়ি ইমপ্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) বিস্ফোরণে পতিত হয়। এতে তিন বাংলাদেশি শান্তিরক্ষী নিহত ও একজন আহত হন।

জীবনের ঝুঁকি নিয়ে বাংলাদেশ সেনাবাহিনীর শান্তিরক্ষীরা আফ্রিকার ৮টি দেশে শান্তিরক্ষা কার্যক্রমে সর্বোচ্চ পেশাদারিত্ব বজায় রেখে বিশ্বের দরবারে বাংলাদেশের মর্যাদা অক্ষুণ্ন রেখে চলেছে এবং জাতিসংঘে শান্তিরক্ষী প্রেরণকারী দেশ হিসেবে শীর্ষ অবস্থানে রয়েছে।