নেতাকর্মীদের উদ্দেশে বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা হাসান উদ্দিন সরকার বলেছেন, তাওয়া গরম হয়ে গেছে, আন্দোলনের চূড়ান্ত প্রস্তুতি নিন। পৃথিবীর সব স্বৈরশাসককে জনগণের ধিক্কার নিয়ে বিদায় নিতে হয়েছে। অবৈধ ও স্বৈরাচার এ সরকারেরও বিদায় ঘণ্টা বেজে উঠেছে। তাদেরও জনগণের চরম ধিক্কার নিয়ে বিদায় নিতে হবে।
‘দেশব্যাপী পুলিশের ধরপাকড়, অবৈধ শাসক দলের হামলা-মামলা, জুলুম-নির্যাতন ও গাজীপুর মহানগর বিএনপির আহ্বায়ক সোহরাব উদ্দিনসহ দলীয় নেতাকর্মীদের মিথ্যা মামলায় জামিন না দিয়ে কারাগারে পাঠানোর’ প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার সকালে মহানগর বিএনপি আয়োজিত প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে হাসান সরকার এসব কথা বলেন।
নগরীর রাজবাড়ী সড়কে দলীয় কার্যালয় প্রাঙ্গণে মহানগর বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি মীর হালিমুজ্জামান ননীর সভাপতিত্বে ও মহানগর বিএনপির সদস্য সচিব মো. শওকত হোসেন সরকারের সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় নেতা ডা. মাজহারুল আলম।
আরও বক্তব্য দেন বিএনপি নেতা অ্যাডভোকেট মেহেদী হাসান এলিস, জিএস আনোয়ারুল ইসলাম, কাউন্সিলর হান্নান মিয়া হান্নু, মাহবুবুল আলম শুক্কুর, জিএস সুরুজ আহমেদ, ভিপি জয়নাল আবেদীন তালুকদার, কাউন্সিলর হাসান আজমল ভূঁইয়া, মহানগর যুবদলের আহ্বায়ক এজিএস সাজেদুল ইসলাম, অ্যাডভোকেট নাসির উদ্দিন, আমিনুল ইসলাম, শ্রমিকদল নেতা সাইজুদ্দিন।
এ সময় উপস্থিত ছিলেন বিএনপি নেতা অধ্যাপক নজরুল ইসলাম, মো. আক্তারুজ্জামান, জিএস নাসিমুল ইসলাম মনির, সুলতান উদ্দিন চেয়ারম্যান, আনোয়ারা বেগম, শিরিন চাকলাদার, আব্দুর রহিম খান কালা, রবিউল আলম রবি, সাজ্জাদুর রহমান মামুন, শেখ মো. আলেক, জাহাঙ্গীর আলম, মনিরুল ইসলাম বাবুল, ফারুক হোসেন খান, মনির হোসেন বকুল, মাহমুদ হাসান রাজু, মইজুদ্দিন তালুকদার, আব্দুর রহিম মাতাব্বর, সাইফুল ইসলাম টুটুল, ভিপি আসাদুজ্জামান নূর, মহানগর ওলামা দল সভাপতি কাজী মোস্তফা জামাল খোকন, শ্রমিক দল নেতা নজরুল ইসলাম, তাঁতী দলের আহবায়ক তাজুল ইসলাম বেপারি, বিএনপি নেতা হারুন অর রশিদ, অ্যাডভোকেট মনির হোসেন, মোয়াজ্জেম হোসেন লিটন, মো. নূরুল ইসলাম দিপু, বাপ্পি দে, জিল্লুর রহমান মাসুম, আব্দুস জব্বর সরকার, হাজি শেখ লিটন, বাবুল হোসেন, শওকত বাবু, নাজমুল খন্দকার সুমন, শেখ সুমন, শরীফ আজাদ, রাতুল ভুঁইয়া, হাজী স্বপন প্রমুখ।