ইমরান খান গুলিবিদ্ধ, যা বললেন ওয়াসিম, বাবর, মালালা

সেমিফাইনালের টিকিটযুদ্ধে যখন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাঠের লড়াইয়ে ব্যস্ত বাবর আজমের দল, তখন পাকিস্তান থেকে অস্ট্রেলিয়ায় ভেসে গেল এক হতভম্ব করা খবর।

পাকিস্তানে ‘গণতন্ত্র পুনরুদ্ধার’-এর দাবিতে লংমার্চ করার মধ্যে এক সমাবেশে গুলিবিদ্ধ হয়েছেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান।

পাকিস্তানের বিশ্বকাপজয়ী সাবেক অধিনায়কের ওপর হামলার ঘটনায় প্রথমে হতভম্ব ও পরে তীব্র নিন্দা প্রকাশ করেছেন বাবর আজম, ওয়াসিম আকরাম, শোয়েব আখতাররা। বাংলাদেশ ক্রিকেটার মুশফিকুর রহিমও এ খবরে বিস্মিত হন।

রাজনৈতিক অঙ্গনের পাশাপাশি গোটা ক্রিকেটবিশ্ব ইমরানের উপর এ হামলার নিন্দা জানিয়েছে।

ঘটনা জানার পর পরই টুইট করে পাকিস্তান অধিনায়ক বাবর আজম বলেন, ‘ইমরান খানের ওপর ঘৃণ্য এই হামলার তীব্র নিন্দা জানাচ্ছি। আল্লাহ আমাদের অধিনায়ক ও পাকিস্তানকে রক্ষা করুক। আমিন।’

ভিডিও বার্তায় নিন্দা প্রকাশ করেছেন পাকিস্তানের সাবেক ফাস্ট বোলার শোয়েব আখতার। তিনি বলেন, ‘ইমরান ভাইয়ের ওপর হামলার খবর শুনলাম। আলহামদুলিল্লাহ, তিনি শঙ্কামুক্ত। এই হামলার নিন্দা জানাই।