ডিসেম্বর মাস তোমাদের পালিয়ে যাওয়ার মাস প্রস্তুত হও: বাহাউদ্দিন নাছিম

‘১০ ডিসেম্বর যারা বাংলাদেশ থেকে আমাদের চলে যাবার কথা বলো, দুঃসাহস দেখাও তোমরা প্রস্তুত হও, বিজয়ের মাস ডিসেম্বর মাস । এই মাস আমাদের, এই মাস বীর মুক্তিযোদ্ধাদের।ডিসেম্বর মাস বীর বাঙ্গালীদের, ডিসেম্বর মাস তোমাদের পালিয়ে যাওয়ার মাস, তোমরা কিভাবে পালিয়ে যাবা, তার জন্য প্রস্তুত হও। এখানে খুনীদের রাজত্ব, সন্ত্রাসীদের রাজত্ব করতে দেব না’।ঝিনাইদহের শৈলকুপা উপজেলা ও পৌর আওয়ামীলীগের সম্মেলনে প্রধান অতিথীর বক্তেব্যে আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দিন নাছিম এসব কথা বলেন।

প্রধান অতিথীর বক্তব্যে তিনি আরো বলেন, আমরা রক্তের বিনিময়ে বাংলাদেশ কে স্বাধীন করেছি। এই বাংলাদেশ আমাদের, এই দেশ কে বিএনপি, জামাত-শিবির স্বাধীনতা বিরোধীদের দিয়ে অপবিত্র করার চেষ্টা করা হলে বাংলাদেশের মানুষ তা বরদাস্ত করবে না। আওয়ামীলীগের নেতা-কর্মীরা তা মেনে নিবে না । আগামী ১০ ডিসেম্বর তোমরা ভয় দেখাও, আমরা নাকি দেশ ছেড়ে পালিয়ে যাব, যাদের রেকর্ড মুচলেকা দিয়ে পালিয়ে যাওয়া, চিকিৎসার নামে পালিয়ে যাওয়া, দুর্নীতির দায়ে বাংলাদেশ কে যারা তলিয়ে দিয়েছিল, যারা অর্থ পাচার করে রেকর্ড করেছিল, যারা দাউদ ইব্রাহিমের মতো সন্ত্রাসীদের দিয়ে আত্মার সম্পর্ক করেছিল, সেই সন্ত্রাসীদের দোসরদের এই বাংলাদেশ নয়, তাদের এই দেশে ঠাই হবে না। সম্মেলনে দলের সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

মঙ্গলবার দুপুরে শৈলকুপা সরকারি ডিগ্রী কলেজ মাঠে এ সম্মেলন শুরু হয়। শৈলকুপা উপজেলা আওয়ামীলীগের আহবায়ক মতিয়ার রহমান বিশ্বাসের সভাপতিত্বে বিশেষ অতিথী হিসাবে দলের সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, এমপি মেরিনা জাহান কবিতা,পারভীন জাহান কল্পনা, এমপি গ্লোরিয়া সরকার ঝর্না, আমিরুল আলম মিলন সহ কেন্দ্রীয় নেতারা বক্তব্য রাখেন।সম্মেলনে প্রধান বক্তা ছিলেন ঝিনাইদহ জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু। সম্মেলন উদ্বোধন করেন ঝিনাইদহ জেলা আওয়ামীলীগের সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই এমপি ।

সম্মেলন উপস্থাপন করেন শৈলকুপা উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক সরোয়ার জাহান বাদশা।হাজার হাজার নেতা-কর্মীদের উপস্থিতিতে সম্মেলন সফলভাবে সম্পন্ন হয়েছে। তবে কেন্দ্রীয় নেতারা কোন কমিটি ঘোষণা করেনি।