ঝিনাইদহে”উন্নত বাংলাদেশ বিনির্মাণে উৎপাদনশীলতার গুরুত্ব” শীর্ষক সেমিনার

ঝিনাইদহে “উন্নত বাংলাদেশ বিনির্মাণে উৎপাদনশীলতার গুরুত্ব” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে ঝিনাইদহ প্রেসক্লাব মিলনায়তনে এ সেমিনারের আয়োজন করে ন্যাশনাল প্রোডাকটিভি অর্গানাইজেশন(এনপিও) শিল্প মন্ত্রণালয় ও জাতীয় ক্ষুদ্র কুটির শিল্প সমিতি বাংলাদেশ (নাসিব)।

সেমিনারে বিসিক শিল্প মালিক সমিতির সাধারণ সম্পাদক নাজিম উদ্দীন জুলিয়াসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মনিরা বেগম। বিশেষ অতিথি ছিলেন বিসিক শিল্প নগরীর উপ-ব্যবস্থাপক সেলিনা রহমান।

আলোচক হিসেবে বক্তব্য রাখেন নাসিব ঝিনাইদহ জেলা শাখার সভাপতি আকরাম হোসেন, মুল প্রবন্ধ উপস্থাপনা করেন এনপিও শিল্প মন্ত্রণালয়ের উর্ধ্বতন গবেষণা কর্মকর্তা রাজু আহম্মেদ। বক্তারা উন্নত বাংলাদেশ গড়ার বিনির্মাণে উৎপাদনশীলতার গুরুত্ব আরোপ করেন।