যশোরে কিশোর গ্যাংয়ের ৪ সদস্য বার্মিজ চাকুসহ আটক

jessore atok map

যশোর ডিবি পুলিশ সদরের বাহাদুরপুর জেসগার্ডেন পার্কের সামনে থেকে ৩টি বার্মিজ চাকুসহ কিশোর গ্যাংয়ের ৪ সদস্যকে আটক করেছে। আটককৃতরা হচ্ছে যশোর সদর উপজেলার বাহাদুরপুর মধ্যপাড়া গ্রামের গোলাম মোস্তফার ছেলে ইয়ামিন ( ১৮), বাহাদুরপুর কারিগরপাড়ার ফিরোজের ছেলে জুয়েল ( ১৮), বাহাদুরপুর বাঁশতলা গ্রামের আনোয়ার হোসেনের ছেলে রাকিবুল ইসলাম (১৮), ও বাহাদুরপুর আড়পাড়া গ্রামের মুকুল হোসেনের ছেলে তরিকুল ইসলাম (১৮)।

ডিবি পুলিশের ওসি রুপন কুমার সরকার জানান, ডিবি পুলিশের কাছে গোপনে সংবাদ আসে বাহাদুরপুর জেস গার্ডেন পার্কের সামনে কতিপয় কিশোর গ্যাংয়ের সদস্য হাতে চাকু নিয়ে ছিনতাই মারামারির জন্য অবস্থান করছে।

এই খবরের ভিত্তিতে রোববার (১৩ নভেম্বর) বিকেল চারটার দিকে ডিবি পুলিশের ইন্সপেক্টর শহিদুল ইসলাম হাওলাদারের সমন্বয়ে একটি টিম বাহাদুর পার্কের সামেন উপস্থিত হয়ে অভিযান পরিচালনা করেন। এ সময় ৪ জন কিশোর গ্যাংয়ের ৪ সদস্যকে ২টি বার্মিজ চাকুসহ হাতে নাতে আটক করা হয়। তাদের স্বীকারোক্তি মতে আটককৃতদের মধ্যে ইয়ামিনের বাড়ি থেকে আরো ১টি বার্মিজ চাকু উদ্ধার করা হয়।

আটক কিশোর গ্যাংয়ের ৪ সদস্যের বিরুদ্ধে ডিবি পুলিশের ইন্সপেক্টর শহিদুল ইসলাম হাওলাদার বাদি হয়ে সোমবার কোতোয়ালি থানায় মামলা করেন।